আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা অনেকেই একটা File, Software বা Folder কে কষ্ট করে তার Directory থেকে Open না করে আপনাদের সুবিধামত একটা জায়গায় সেটার একটা Image তৈরি করি যেটা সরাসরি তাতে প্রবেশ করতে পারে। এটাই Shortcut। Shortcut চেনার একটা উপায় হচ্ছে এটার নিচে বামের দিকে একটা ছোটো তীর চিহ্ন থাকে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এটা দেখতে পছন্দ করেন না। আমি তাদের জন্যই এই ছোটো Trick টা নিয়ে এলাম।

 

কীভাবে Remove করবেন?

Remove করার জন্য আপনাকে প্রথমে একটা File Download করতে হবে। এটা Zip file। নিচের Link থেকে Download করে নিন।

Download Link

এবার Zip File টা Extract করুন। Extract করার জন্য File টার Right এ ক্লিক করে Extract All এ ক্লিক করুন। তারপর Extract লিখাতে ক্লিক করলেই Extract হয়ে যাবে।

 

তারপর Folder টা Open করুন।

 

তারপর Application file টা Open করুন।

 

এবার App টা Open হলে Customization এ ক্লিক করুন।

এখানে ডান দিকে উপরে File Explorer দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।

 

সেখানে নিচে একটা নীল রঙের বাক্সে লিখা আছে Remove Shortcut Arrows From Shortcut Icons দেখবেন। ওখানে ক্লিক করুন।

 

তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ছবির মতো Success Notification দেখতে পাবেন।

 

✋ থামুন। কাজ এখনো শেষ হয়নি। এবার নিচের Apply Tweaks এ ক্লিক করে Application টা Close করুন।

 

তারপর আপনার PC Restart করলেই দেখবেন আপনার Shortcut Arrow Vanish হয়ে গেছে। অবশ্য এর আগেই Arrow চলে যায়। কিন্তু আপনার অবশ্যই Restart করা উচিত।

 

ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে। কোনোকিছু বুঝতে না পারলে অবশ্যই Comment এ লিখবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমার YouTube Channel এ ঘুরে আসতে পারেন। Visit করতে নিচের Link এ ক্লিক করুন।

My YouTube Channel

 

সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।

5 thoughts on "এখন Shortcut থেকে তীর চিহ্ন Remove করুন খুব সহজে"

  1. Safaeit Hossain Author says:
    Nice?. BTW, what theme are you using?
    1. Khaled Contributor says:
      Those are just custom icon with some windows tweak
    2. Azim Author Post Creator says:
      I’m not using anything. I’ve manually customized the look. Thanks.
  2. Khaled Contributor says:
    Good Post

Leave a Reply