মাঝে মাঝে আমাদের কিছু কাজ আছে যা মনে রাখার জন্য কিংবা কাউকে দেখানোর উদ্দেশ্যে করে থাকি। এই যেমন ধরুন Screen Short কিংবা Screen Capture যা কিনা টিউটোরিয়াল বানানোর ক্ষেত্রেও দরকার পড়ে তাই সহজে কাজ গুলো করতে দেখে নিতে পারেন ScreenPresso.

আপনারা হয়তো অনেক সফটওয়্যার ব্যবহার করেছেন কিংবা উইন্ডোজের বিল্ড Snipping Tools ব্যবহার করেন। তবে আপনার একবার হলেও এই সফটওয়্যার টি ব্যবহার করে দেখা উচিৎ। 


এর সব ফিচার গুলো অনেক ভালো এবং সাথে এর ব্যবহার। ScreenPresso এর উৎপত্তি হয় ২০১২ সালে LEARNPULSE SAS এর হাত ধরে। 

ScreenPresso এর নির্মাতা হলো Benoist J (Director) এবং Jean-Christophe Baey (CEO) 

ScreenPresso Feature:-


আপনি Hot Key ব্যবহার করে খুব সহজে তৈরী করতে পারবেন আপনার ScreenShort কিংবা Record এর কাজ শুরু। ঘর ঘর আকারে আপনাকে প্রদর্শন করবে সাইজ নিয়ন্ত্রন করার সুবিদার্থে।


আপনি সম্পূর্ণ HD কোয়ালিটি পাবেন সাথে আপনি চাইলে যে কোন অনলাইন ভিডিও খুব সহজেই Recording করতে পারবেন, এটা System Sound সাপোর্ট করে। আর আপনি Reaction ভিডিও যদি বানানোর কাজ করেন তবে একবার ব্যবহার করে দেখতে পারেন। আপনি MP4 Format এ Record করার পাশাপাশি তাতে Effect যোগ করতে পারবেন। আপনি WebCam এবং Mic ফিচার ব্যবহার করতে পারবেন অন্য গুলোর মতই।


এতে রয়েছে Build Editor যা ব্যবহার করে আপনি দিতে পারবেন সম্পূর্ণ প্রফেশনালদের মত Effect. কিংবা কাস্টমাইজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী।

আপনি পাচ্ছেন সম্পূর্ণ একটি মিডিয়া লাইব্রেরী যেখানে আপনার সকল ScreenShort কিংবা Screen Record অথবা Video Record করা ফাইল গুলো জায়গা করে নিবে। আর আপনি সহজেই সব কিছু হাতের নাগালে পেয়ে যাবেন।


আপনি যদি চান আপনার ফাইল গুলো যে কোন Cloud Drive এ শেয়ার কিংবা সঞ্চয় করতে তবে আপনার জন্য Publish বাটন রয়েছে। 


আপনি আপনার Android মোবাইল কে কানেক্ট করতে পারবেন এবং আপনার Android এর Screen আপনার পিসিতে বসেই Record করতে পারবেন।

আপনি সরাসরি তৈরী করে নিতে পারবেন PDF, Microsoft Word (DOCX) or HTML documents বানাতে পারবেন images এবং comments দিয়ে যা কিনা সকল সফটওয়্যার গুলোতে আপনি নাও পেতে পারেন।


বাংলা না থাকলেও রয়েছে কিছু সংখ্যক ভাষা আপনি যদি তা বুঝতে সক্ষম হয়ে থাকেন তবে তার প্রয়োগ করে দেখতে পারেন।



আমার মনে হয়না এই 5MB সফটওয়্যার এর জন্য এর থেকে বড় Review দরকার রয়েছে বলে তাই যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর নিচে ডাউনলোড লিংক দেওয়া রইলো প্রয়োজন্য মনে করলে ডাউনলোড করে নিতে পারেন।



Download Link


Pass: DarkMagician.Xyz



তাহলে আর্টিকেল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে তবে আপনি চাইলে আমার ছোট্ট সাইট থেকে ঘুরে আসতে পারেন নিচে লিংক।


www.DarkMagician.Xyz


সৌজন্যেঃ সাইবার প্রিন্স

13 thoughts on "Windows PC থেকে ScreenShort কিংবা HD Video Capture করতে চাইলে ডাউনলোড করে নিন এই 6 MB সাইজের সফটওয়্যার সাথে আরো যা থাকছে"

  1. Avatar photo JB Nafiz Contributor says:
    Windows button + PrintScreen button chap dilew screenshottola jai.
  2. Avatar photo SR Shoruv Author says:
    Watermark thakbe na to?
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      No
    2. Avatar photo SR Shoruv Author says:
      অনেক ধন্যবাদ ভাই
  3. Avatar photo jibon roy Author says:
    কি সব ডাউনলোড এর লিংক দেন মিয়া
    1. Avatar photo SR Shoruv Author says:
      নিজের ব্লগ প্রোমট করছে
  4. Avatar photo SOYEB Author says:
    Eta free naki paid?
    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      Paid
  5. Avatar photo srabon_dev Contributor says:
    baler link de aigula……..
  6. 360sharif Dark Author says:
    বড় ভাই,,,
    windows 7 এ একটা ড্রাইভ bitlocker দিয়ে লক করেছিলাম।
    এরপর পাসওয়ার্ড এন্ড recovery key হারিয়ে ফেলছি।

    তাই খুলতে পারছিনা,,
    একবছির এভাবে পরে আছে।

    কিছু করা যায়?

    1. ভাইয়া আমি এর সমাধানের উপায় খুজে বের করে আপনাকে আর্টিকেল এর মাধ্যমে ১ সপ্তাহের মধ্যে জানাচ্ছি যদি আপনি অপেক্ষা করেন
    2. 360sharif Dark Author says:
      আসসালমুয়ালাইকুম ভাইয়া, কোন সমাধান পেলেন?

Leave a Reply