আসসালামু আলাইকুম।
আপনি যদি পোস্টের টাইটেল দেখেই পোস্টটি দেখার জন্য ছুটে চলে আসেন,
এর মানে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি হয়তো আপনার মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলেছেন।

আমি কিছুদিন আগে একটা টুরে যায় এবং আমি সারাদিন ছবি তুলতে থাকি মোটামুটি অনেক ছবি ক্যাপচার করি তো যখনই আমি বাসায় আসি,
এবং বাসায় এসে আমি আমার পিসিতে মেমোরি কার্ডটা ইউজ করি মেমোরি লাগাই তখনই আমার মেমোরি কার্ড সাপোর্ট করে না ফরমেট চাই।

মানে তখন আমার অবস্থা এমন যে হায়রে এটা কি হলো আমার সারাদিনের ক্যাপচার করা এতগুলো ছবি এবং ভিডিও গুলো এভাবে হারিয়ে ফেলবো?
যেহেতু মেমোরি কার্ড ফরমেট চাচ্ছে তাই ফরমেট না দেয়া পর্যন্ত সাপোর্ট করবে না তাই কি আর করা ফরমেট দিয়ে দিলাম।
এখন একমাত্র উপায় ডাটা রিকোভার করতে হবে কিন্তু কি করে?
সারাদিন অনেকগুলো সফটওয়্যার ট্রাই করলাম ফলাফল তেমন একটা ভালো পেলাম না,
তারপর অনেক খোঁজাখুঁজির করার পর একটা সফটওয়্যার পেলাম যেটাতে আসলেই রিকভার করা সম্ভব।

এবং সবশেষে সাকসেসফুলি আমি আমার মেমোরি কার্ডের ফটো এবং ভিডিও গুলো ফিরে পেয়েছি রিকভার করতে পেরেছি।
তো কিভাবে খুললাম সেটাই দেখাবো বা জানাবো আজকের এই পোস্টের মাধ্যমে।

তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সরাসরি এই লিংকে ক্লিক করতে হবে, এবং সরাসরি চলে যাবেন ওই সফটওয়্যার এর ওয়েবসাইটে।
তো তারপর যা করবেন।








তো স্ক্রিনশট অনুযায়ী যদি আপনি ঠিকঠাক মত কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার ফাইলগুলো রিকভার হয়ে যাবে।

তো এই ছিল আজকের পোষ্ট কেমন লাগলো জানান কমেন্ট বক্সে ভাল লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন!
সবাই ভাল থাকুন আল্লাহ হাফেজ।

6 thoughts on "ভুলে মেমোরি কার্ড ফরমেট হয়ে গেলে ফাইলগুলো রিকভার করবেন যেভাবে?"

  1. Avatar photo Shakib Expert Author says:
    বড় উপকার করলেন ভাই???
  2. Avatar photo samim ahshan Author says:
    কাজের পোষ্ট নয়? এটা শুধুমাত্র পিকচার রিকভার যা মোবাইল ফোন দিয়েও করা যায়
    1. Avatar photo Shakib Expert Author says:
      ?
  3. DeshBD Team Contributor says:
    এটা কি শুধু পিসি দিয়ে করতে হয় নাকি অ্যান্ড্রয়েড দিয়েও হয়?
  4. Avatar photo Akash Ahmed Contributor says:
    Vai 5$ google gift card hobe ki r price ta aktu bolben plz
    1. Avatar photo Hridoy Contributor Post Creator says:
      375 BDT

Leave a Reply