Howdy Everyone,

বর্তমানে যত ধরনের Browser রয়েছে, সব গুলোতেই একটা hidden Games থাকেই , যেমন- ChromeDinasor Game, Microsoft EdgeSurffing Game

তেমনি FireFox এ আছে Unicorn Pong  নামে একটা Hidden Games যা আমরা অনেকেই জানি না। অন্যান্য Browser যেমন Chrome এ আপনি Offline এ গেলে অটোমেটিক Dinasor গেইম Page Open হয় কিন্তু firefox এ এই system নাই। এটা Customize menu তে Hidden থাকে। কীভাব boring time এ কিংবা net connection না থাকলে এই game খেলবেন তা Step by step বলার চেষ্ঠা করব । খুবই Simple Step-

 

✿প্রথমে Mozila firefox 82.0(pc) open করুন

 

✿এরপর Hamburger menu অর্থাৎ three horizontal lines এ click করুন

✿ঐখানে customize option খুজে, ঐ option এ click করুন

 

✿বামপাশে অনেকগুলো elements পাবেন আর ডান পাশে থাকবে overflow menu

 

 

✿বামপাশের elementsগুলোর মধ্যে এক এক করে history, saved page, find, Open file, Adds-on, zoom controlls,
edit controlls, text encoding, email link, synced tabs, options, forget, new Private, developer,
print, new window, full screen, bookmarks, search— overflow menu তে drag & drop করে দিন

 

✿শুধুমাত্র Flexible space ছাড়া বাকি সবগুলো overflow menu তে drag & drop করে দিন

 

✿এবার নিচের দিকে title Bar এ একটা unicorn Icon দেখতে পাবেন

 

✿ঐ title bar এর unicorn Iconএ click করার সাথে সাথেই Game start হয়ে যাবে। যদি গেইম এ হেরে যান তবে Unicorn icon এ Doble click করলে আবার start হবে।

 

➤মূলত Pong Game বলতে বুঝায় অনেকটা Table tenis টাইপের Game, এক্ষেত্রে “Flexible space” টা ব্যবহৃত হয় pong paddle হিসেবে আর Unicorn icon টা Ball হিসেবে ব্যবহৃত হয়।

➤গেইম খেলা শেষে অবশ্যই “restore defaults” এ click করবেন যেন Overflow menu থেকে সব elements remove হয়ে যায় এবং done এ click করে customize menu থেকে বাহির হয়ে আসতে পারবেন এবং Normaly firefox browser ব্যবহার করতে পারবেন।

আমি সব সময় চেষ্টা করি Tutorial দেয়ার, এবারও তার বিকল্প নই । Firefox এ Gameটা খেলার আগে Gameplay + process টা দেখতে পারেন, উপরে সব steps clearly & simply উপস্থাপন করেছি, আশাকরি ঐ নিয়মে করলে হয়ে যাবে ? proff In video✅

 

আপনার প্রশ্ন থাকতে পারে chrome থাকতে Firefox কেনো??
সংক্ষেপে বলব Chrome আর Firefox এ same speed পাবেন browsing এ, কিন্তু chrome এ যখন 10 এর অধিক tab open করবেন তখন Hang issue থাকে but Firefox এ এই Problem হয় না। আবার দেখা যায় Chrome এ google account sync করা যায় যা অন্যান্য Browser এ পাবেন না। আরো details জানতে পারবেন Cloudwards এর artical টা পড়ে, যে Chrome নাকি Firefox which one better !!!
নতুন কিছু শেখার/জানার মজাই আলাদা। ?

 

All of My Tips&Tricks Tutorial- Here

Bye?

4 thoughts on "যেভাবে Firefox browser এর Hidden Game Unicorn Pong খেলবেন"

  1. Adib Contributor says:
    ভাইয়া আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম ১৩+১=১৪ জন হল।
    1. Shakib Expert Author Post Creator says:
      Thanks?

      You subscribed, Its Means a Lot To me❤️

  2. Dip Dey - Walker #57341 Contributor says:
    Opera Ar Hidden Game Kih ?
    1. Shakib Expert Author Post Creator says:
      opera তে build in কোন Game নাই, online এ browse করে খেলা লাগে

Leave a Reply