যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী বা একটু এডভান্স লেভেলের কোর্স খুজছিলেন তাদের জন্য আমি একটি কোর্স ফ্রি তে শেয়ার করছি।
এটিতে Graphics Design নিয়ে Freelancing করার জন্য বেশ ভালো কিছু Advance Tutorial + Resource রয়েছে।
আমার কাছে কোর্সটি বেশ ভালো এবং Helpful মনে হয়েছে,

এটি একটি English কোর্স, তবে ইংরেজি না বুঝলেও টিউটোরিয়ালটি দেখে সহজেই বুঝতে পারবেন ইনশাল্লাহ।
যা যা থাকছে এখানে
1. বিভিন্ন Advance Logo, Font, Mockup সহ বেশ কিছু পেইড রিসোর্স
2. কিছু ইন্টারমিডিয়েট ফটোশপ টেকনিক
3. ফটোশপে Realistic Shadow তৈরি
4. ফাস্ট ফুড ফুল পেইজ Ad Design
5. লোগো ডিজাইন Section
6. ব্র্যান্ড এক্সটেনশন এবং মোকআপ তৈরি
7. অ্যাডোব ইনডিজাইন এর অল্প কিছু টিউটোরিয়াল

8. বিভিন্ন প্রজেক্টের প্যাকেজ ডিজাইন
9. কিভাবে Buyer কে বেশি চার্জ করবেন এবং নিজের দাম বাড়াবেন
10. Creatives and Graphic Designers এর কিছু ইনকাম আইডিয়া,
11. ফ্রিল্যান্সিং এর কিছু ভুল এবং সেগুলি কীভাবে এড়ানো যায়, ইত্যাদি।

এছাড়াও আরো অনেককিছু আছে এই কোর্সে।

যারা এই লাইনে আছেন কেবল তারাই বুঝতে পারবেন এটা কতটা helpful একটি কোর্স।

আসুন কিছু স্ক্রিনশট দেখে নিই


Download Link: Mega Drive

আমাদের ফেসবুক গ্রুপে বর্তমানে যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, তাদের জন্য এরকম কিছু কোর্স এবং রিসোর্স ফ্রি তে শেয়ার করা হচ্ছে, চাইলে Join করতে পারেন

Group Link: www.facebook.com/groups/zorexzone

 

পরিশেষে একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে,

মহানবী (সা.) বলেছেন, “যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন।

(বুখারি শরিফ : হাদিস ২২৬৫)

সুতরাং সবসময় টাকার প্রতি লোভী না হয়ে অন্যকে তার প্রয়োজনে ফ্রি তে হেল্প করতে শিখুন, দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করেছেন এবং আপনার অভাবকে পূরণ করে দিয়েছেন।

13 thoughts on "নিয়ে নিন গ্রাফিক্স ডিজাইনের একটি অসাধারণ পেইড কোর্স ফ্রি তে"

    1. Avatar photo MD. HAFIJUL. ISLAM Contributor says:
      কারো কাছে থ্রিডি ম্যাক্স এর কোর্সের ফুল ভিডিও থাকলে প্লিজ শেয়ার করবেন
  1. Avatar photo tohid12 Contributor says:
    10gb koto dine download korbo.!!
  2. mdibrahim100 Contributor says:
    vi jodi rag na koren tahole akta kotha bolte cai?
    1. Avatar photo Zorex Zisa Author Post Creator says:
      বলুন Bro
  3. Avatar photo ꜰᴀɪʀʟᴇꜱꜱ࿐ Contributor says:
    Help Plzzz

    কেউ কি বলতে পারবেন $5 বা $10 Google Redeem Code কম দামে কোথা থেকে কিনতে পারবো?

    কেউ জানলে প্লিজ জানাবেন ❤️

  4. Avatar photo Abdus Sobhan Author says:
    ata ki english course?
    1. Avatar photo Zorex Zisa Author Post Creator says:
      Yes bro…
      বাংলাতে এডভান্স বা ভালো কোন কোর্স এখনো পর্যন্ত পেলাম না
    2. Avatar photo Abdus Sobhan Author says:
      sofol freelancer ar ta dekhte paren
  5. Avatar photo MD Sagor Contributor says:
    fb link dile valo hoto!
  6. Avatar photo ↗TOUHID SARKER↖ Contributor says:
    Valo cilo .bangla pele o share koiren.
  7. 404 Contributor says:
    Vai Bangla Crouse Thakla Dan Plz

Leave a Reply