বর্তমান আধুনিক যুগে প্রতিটি অফিস শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদিতে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এ সব কাজ করা হয়। এর কারণ হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট এর ফলে আমরা অনেক দীর্ঘ কাজ খুব তাড়াতাড়ি ও দ্রুত করতে পারি। আর ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর।

তাহলে চলুন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

• ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কি?
যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর কেন্দ্রীয় কম্পিউটারের সকল দায়িত্ব অর্পন করা থাকে তাকে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলে।

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক মানুষ একসাথে কাজ করে। তবে ডেটাবেজের এডমিনের কাজ করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। আর ওই ব্যক্তিবর্গদের বলা হয় ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর।

• ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এর কাজগুলো:
১. একটি ডাটাবেজ এর মধ্যে থাকা সার্ভার এবং অ্যাপস ইনস্টল বা আপডেট করা।

২. প্রতিটি ডাটাবেজ এর জন্য আলাদা একটি স্টোরেজ নির্ধারণ করা থাকে, সেটা কখনো কখনো আপডেট করতে হয়। আর এই আপডেটের কাজ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরকে করতে হয়।
৩. ডেটাবেজ এর মধ্যে যদি গঠনগত সমস্যা থাকে, তাহলে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে সেটা সংশোধন করতে হবে।
৪. একটি ডাটাবেজ এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এতে জরুরি ফাইল গুলো জমা থাকে। তাই ডেটাবেজের নিরাপত্তার দায়িত্ব থাকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের।
৫. ডেটাবেজ এর মধ্যে ব্যবহারকারী ট্যাক্সেস নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করতে হবে।
৬. ডেটাবেস সিস্টেম নষ্ট হলে, ডেটাবেস ব্যাকআপ বা পুনরুদ্ধার এর কাজ গুলো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কি করতে হয়। এবং সেটা নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হয়।
৭. প্রয়োজন অনুযায়ী ডাটাবেজ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা।
৮. ডাটাবেজে বিভিন্ন তথ্য উপস্থাপন করা। (ইত্যাদি)

বন্ধুরা আশাকরি আপনারা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এর সকল কাজ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

ভার্চুয়াল Ram (Virtual Ram) কি? ভার্চুয়াল Ram এর সুবিধা এবং অসুবিধা What is virtual Ram in Bangla

ই-সিম (Embedded Sim) কি? ই-সিম এর সুবিধা এবং অসুবিধা What is esim in Bengla

Leave a Reply