#পোস্ট ১৩


আসসালামু আলাইকুম, সবাইকে।

গত পোস্টে আমি দেখিয়েছিলাম কীভাবে মোবাইলের ফিংগারপ্রিন্ট ব্যবহার করে পিসি আনলক করবেন। (লিংক পোস্টের শেষে দেওয়া হয়েছে।)

তবে সেক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন হতো। তথা দুই ডিভাইসই একই ওয়াইফাই-এ কানেক্ট থাকা লাগতো।

 

আজকের পোস্টে দেখাবো কীভাবে পেনড্রাইভ ব্যবহার করে পিসিকে আনলক করবেন।

এ পদ্ধতিতে সুবিধা হলো আপনার ইন্টারনেটের প্রয়োজন হবে না। একবার সেটাপ করে নিলেই ইন্টারনেট ছাড়াই আনলক করতে পারবেন।

 

(বিদ্রঃ এটির ব্যবহার করলে আপনার সাধারণ আনলক সিস্টেমের কোনো সমস্যা হবে না। সেটি আগের মতোই ব্যবহার করতে পারবেন। এমনকি পিন/পাসওয়ার্ড+ফিংগারপ্রিন্ট+ এই লক সবগুলা একসাথেই ব্যবহার করতে পারবেন।)


⚒️Requirements: 

  • একটি পেনড্রাইভ। (যেকোনো সাইজের হলেই হবে।)
  • অল্প কিছু ডেটা। কারণ অ্যাপটি ডাউনলোড করতে কিছু ডেটা লাগবে। (অ্যাপ সাইজঃ ৫.০৬ এমবি।)
  • সম্পূর্ণ পোস্ট ফলো।

 

  • শুরুতেই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

অ্যাপ লিংকঃ Rohos Logon Key Free

  • অ্যাপটি ওপেন করার আগে আপনার পিসিতে পেনড্রাইভটি ইনসার্ট করে নিন। (চিন্তার কোনো কারণ নেই। পেনড্রাইভে থাকা সকল ফাইল সাধারণভাবেই ব্যবহার করতে পারবেন।)
  • অ্যাপটি ওপেন করুন।

  • এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে Setup Authentication Key -তে কিক করুন।

  • এখানে দেখুন Key -তে আপনার পেনড্রাইভ দেখাচ্ছে। আপনি একাধিক পেনড্রাইভ ইন্সার্ট করে থাকলে Change -এ ক্লিক করে কাঙ্খিত পেনড্রাইভটি সিলেক্ট করে নিবেন।
  • পরবর্তী বক্সে আপনার পিসিতে কানেক্টেড মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছে। সঠিকভাবে পাসওয়ার্ডটি দিবেন।
  • এরপরে Setup the key তে ক্লিক করুন।

  • আপনি যদি উপরের বক্সে আপনার মাইক্রোসফট একাউন্টের পাসওয়ার্ড ভুল দিয়ে থাকেন তবে এমন Error মেসেজ দেখাবে। সঠিক পাসওয়ার্ড দিয়ে আবার চেষ্টা করবেন।

ব্যাস, হয়ে গেলো সেটাপ করা। এখন কনফার্মেশন মেসেজ দেখাবে।


এখন আপনারা চাইলে win + L প্রেস করে পিসি লক করতে পারেন। এবং পেনড্রাইভটি পিসির ইউএসবি পোর্টে ইন্সার্ট করলেই দেখবেন পিসি আনলক হয়ে যাচ্ছে।

(যদি পিসি থেকে পেনড্রাইভ না খুলেই পিসি লক করেন তাহলে দেখবেন পিসি আপনা-আপনিই আনলক হয়ে গেছে।)


আশা করছি ট্রিকটি সবার কাছে ভালো লেগেছে। আপনারা ট্রাই করে ফিডব্যাক জানাতে ভুলবেন না কিন্তু!

পার্সোনালি আমি ফিংগারপ্রিন্ট আনলকটাই প্রতিদিন ব্যবহার করি যা অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হয় আমার কাছে। সর্বোপরি আপনার ব্যক্তি স্বাধীনতা।

পুর্ববর্তী পোস্টঃ মোবাইলের ফিংগারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে পিসি আনলক করুন।


পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3


যেকোনো সমস্যায়: Contact me ??|Discussion| |Channel|

আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। ?আমার ব্লগ সাইট?

11 thoughts on "পেনড্রাইভ ব্যবহার করে পিসিকে আনলক করুন। ইন্টারনেট কানেকশন ছাড়াই।"

  1. Shakib Expert Author says:
    minimalistic customizedpost ❤
    1. SR Shoruv Author Post Creator says:
      inspired by Shakib vai’s post ❤
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    পেনড্রাইভ নাই ভাই
  3. যদিও PC নেই, তবে নতুন কিছু জানলাম
  4. অসাধারণ ট্রিক দেখালেন ভাই।
  5. Mikasa Ackerman Contributor says:
    PC তে কোনো অ্যাপ ইন্সটল করে রাখা লাগবে?
    1. SR Shoruv Author Post Creator says:
      যেই অ্যাপ দিয়ে সেটাপ করা হয়েছে সেটা থাকলেই হবে। আলাদা কোনো অ্যাপ লাগবে না।
  6. JM Sujon Contributor says:
    সবরঠিক আছে কিন্তু Trial Version ?
    1. SR Shoruv Author Post Creator says:
      ট্রায়াল কই পাইলেন?
      ফ্রি ভার্সনে কিছু এক্সট্রা ফিচার মিসিং আছে তবে সেগুলা না হলেও চলবে।
      এমন তো না যে নির্দিষ্ট সময় পরে এক্সপায়ার হয়ে যাবে ট্রায়ালের মতো।
  7. Levi Author says:
    পিসি নাই।?

Leave a Reply