#পোস্ট ১৬


আসসালামু আলাইকুম, সবাইকে।

আপনি যদি প্রথমবারের মতো কম্পিউটার কিনে থাকেন অথবা কিনবেন ভাবছেন তাহলে আপনার জন্যেই আজকের পোস্ট।

আজ আমি দেখাব প্রথমবার কম্পিউটার কিনে বাসায় আসার পর কী কী কাজ করবেন।

তবে আপনি যদি উইন্ডোজ ফ্রেশ ইন্সটল করেন তাহলেও এই কাজগুলা করতে হবে।


(বিদ্রঃ কম্পিউটার বলতে এখানে ল্যাপটপ ও ডেস্কটপ দুইটাকেই বোঝানো হয়েছে।)


Update দিন

শুরুতেই আপনার পিসিটি আপডেট করুন সেটিংস (settings> windows update) থেকে। লেটেস্ট সকল ড্রাইভার সেখান থেকে ইন্সটল হয়ে যাবে।

 

আরো এডভান্স উপায়ে করতে চাইলে iObit Driver Booster সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটির মাধ্যমে একক্লিকেই সকল ড্রাইভার ইন্সটল হয়ে যাবে এবং ড্রাইভারজনিত কোনো সমস্যা থাকবে না। যেমনঃ Brightness/sound কমানো যায় না।

 

Uninstall করে দিন অপ্রয়োজনীয় অ্যাপস

 

প্রথমবার পিসি কিনলেই দেখতে পারবেন অনেক ধরণের অপ্রয়োজনীয় সফটওয়্যার আগে থেকেই ইন্সটল করা আছে। যা আপনার কখনোই কাজে আসবে না। অথচ সেগুলা আপনার স্টোরেজ নষ্ট করছে। তাই শুরুতেই এগুলাকে আনইন্সটল করে দিন। 

 

(settings>apps>installed apps) এখান থেকে যেসকল অ্যাপসের দরকার নেই সেগুলাকে আনইন্সটল করে দিন। বিশেষ করে Antivirus সফটওয়্যারগুলা। কারণ এগুলা কোনো কাজেই আসে না। যদি না আপনি পেইড কোনোটা কিনেন। Windows Defender -ই যথেষ্ট যা আগে থেকেই ইন্সটলড থাকে।

 

আরো সহজভাবে করতে চাইলে  iObit Uninstaller অ্যাপটির মাধ্যমে সহজেই একক্লিকে যেকোনো অ্যাপ আনইন্সটল করতে পারবেন।

 

 

Install করুন প্রয়োজনীয় অ্যাপস

 

এখন আপনার অনেকধরনের অ্যাপসের প্রয়োজন হবে যা আগে থেকে ইন্সটলড থাকে না। তাই ম্যানুয়ালি আপনাকে ইন্টারনেটে সার্চ দিয়ে দিয়ে ডাউনলোড করে ইন্সটল করতে হবে। যা নতুনদের জন্য বেশ ঝামেলার কাজ।

 

তাই ঝামেলা নিতে না চাইলে Ninite – Install or Update Multiple Apps at Once
এই ওয়েবসাইটে যান এবং আপনার যে যে অ্যাপস প্রয়োজন সেগুলাকে একসাথে সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলেই একসাথে সবগুলার ফাইল ডাউনলোড হয়ে যাবে। 

এরপরে ইন্সটল করলেই আপনার কাঙ্খিত সকল অ্যাপস একসাথে ইন্সটল হয়ে যাবে।

 

 

 

প্রথমবার হিসেবে এগুলার থেকে বেশি কিছু করার প্রয়োজন হয় না। আস্তে আস্তে ব্যবহার করতে করতেই বাকিসব অ্যাডভান্স জিনিসপত্র নিজেই শিখে যাবেন।

 

এছাড়াও একটি টিপস দেইঃ

 

যেকোনো ধরনের সমস্যা বুঝতে না পারলে গুগল অথবা ইউটিউবে সার্চ দিবেন।

 

যেমন ধরুন আপনি একটি অ্যাপ ওপেন করতে চাচ্ছেন কিন্তু সেটি ওপেন হচ্ছে না। কোনো Error দেখাচ্ছে। তখন আপনার কাজ হবে সেই Error Message টিতে যা লেখা আছে সেটি গুগলে সার্চ দিবেন। দেখবেন অনেক সলিউশন পেয়ে যাবেন।

 

তাছাড়া কোনো গেইম বা অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রেও How to download ___ game/app লিখে ইউটিউবে সার্চ দিবেন। বেশিরভাগ ক্ষেত্রেই সেসব ভিডিওর Description -এ লিংক দেওয়া থাকে। এভাবে করলে অনেক সেইফ থাকা যায়। কারণ গুগলে সার্চ দিলে না বুঝেই অনেক ঝুঁকিপূর্ণ লিংকে ক্লিক করে ফেলতে পারেন।

 

পরিশেষে এটিই বলব, নিজে নিজে এক্সপ্লোর করুন তাতেই অনেক কিছু শিখতে পারবেন। যদি ছোটখাটো বিষয়েও অন্য কারো হেল্প নিতে চান তাহলে আপনি কিছু শিখতে পারবেন না উপরন্তু সে বিরক্ত হবে আপনার উপরে। তবে যেকোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাহআল্লাহ বিরক্তিবোধ করব না।


পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3


আমার সম্পর্কে  About me

8 thoughts on "প্রথমবার কম্পিউটার কেনার পর যা যা করণীয়।"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    যদি কখনো কম্পিউটার কেনা হয় বিষয়গুলো মাথায় রাখতে হবে
    1. Shoruv Author Post Creator says:
      জ্বী অবশ্যই।
  2. Asif Contributor says:
    Ninite ওয়েবসাইটটা ভালো লেগেছে আমার কাছে
    1. Shoruv Author Post Creator says:
      ধন্যবাদ, ভাই।
  3. MD Hasan Xhmed Contributor says:
    ভালো পোষ্ট।
    1. Shoruv Author Post Creator says:
      ধন্যবাদ, ভাই।
  4. MD Shakib Hasan Author says:
    এগুলো ব্যাসিক জিনিস
    1. Shoruv Author Post Creator says:
      জ্বী, যারা প্রথমবারের জন্য কম্পিউটার কিনে তারা এই ব্যাসিক জিনিসগুলাই জানে না। কিন্তু এগুলা জানা জরুরী একারণেই পোস্ট করা।

Leave a Reply