#পোস্ট ১৮


আসসালামু আলাইকুম, সবাইকে। আপনি কীভাবে পিসি শাট ডাউন করেন তা আমার জানা নেই। তবে আপনি যদি এডভান্স ইউজার না হয়ে থাকেন তবে আমি বলতে পারি আপনার পিসি শাট ডাউন করতে কিছুটা হলেও সময় বেশি লাগে। এই দ্রুতগতির যুগে আপনি কেন পিছিয়ে থাকবেন? 
তাই চলুন কিছুটা সময় সেইভ করি।


এখানে আমি ২ টি পদ্ধতি দেখাব। আপনারা চাইলে যেকোনোটি ব্যবহার করতে পারেন।

  • Keyboard Shortcut

  • Quick Shortcut 

 

Keyboard Shortcut

Windows logo key + X + U + U যেকোনো উইন্ডো ওপেন থাকাবস্থায় এই শর্টকাটটি ব্যবহার করে মাত্র ১ সেকেন্ডের মধ্যেই পিসি শাট ডাউন করতে পারবেন। 



Quick Shortcut

 

এটি একটু এডভান্স ট্রিকস। আপনারা চাইলে শর্টকাট তৈরি করে নিতে পারেন যেটাতে মাউসের ডাবল ক্লিক করলেই পিসি শাট ডাউন করতে পারবেন।

শুরুতেই আপনাকে ডেস্কটপে যেতে হবে। এরপর মাউসের রাইট ক্লিক করে New > shortcut এ ক্লিক করবেন।

 

এখানে shutdown.exe -s -t 00 কমান্ডটি লিখুন এবং ok প্রেস করে সেইভ করে ফেলুন।




চাইলে Properties -এ গিয়ে শর্টকাটটির আইকন পরিবর্তন করতে পারেন।







ব্যাস, হয়ে গেল শর্টকাট তৈরি। এরপর থেকে যখনই শর্টকাটটিতে ডাবল ক্লিক করবেন তখন দেখবেন কেমন ইন্সট্যান্টলি পিসি শাট ডাউন হয়ে যাচ্ছে।

জেনে রাখুন:

১ম ক্ষেত্রে Windows logo + X + U প্রেস করলে আরো কিছু অপশন পাবেন যেমনঃ Sleep, Restart সেগুলাও করতে পারবেন। পার্সোনালি আমি এটাই ব্যবহার করি।

২য় ক্ষেত্রে 00 তে সময় (মিলিসেকেন্ডে) বোঝাচ্ছে তাই আপনি চাইলে আপনার সুবিধামত সেখানে টাইম সেট করতে পারেন। যেমনঃ ১ সেকেন্ড করতে চাইলে ১০০ লিখবেন।

 

আশা করছি ট্রিকগুলো আপনার অবশ্যই কাজে লেগেছে। আপনি কোন ট্রিকটি ব্যবহার করলেন সেটি নিচে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আপনার জানা আরো ইন্টারেস্টিং শর্টকাট থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন। আমি সেগুলা ট্রাই করে দেখবো।


আজকের পোস্ট এখানেই শেষ করছি। উইন্ডোজ রিলেটেড এমন  ইন্টারেস্টিং সব পোস্ট দেখতে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3

More about me

আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। ?আমার ব্লগ সাইট?

14 thoughts on "এখন থেকে পিসি শাট ডাউন করুন মাত্র ১ সেকেন্ডে!!"

  1. Dalim CN Contributor says:
    ধন্যবাদ
    1. Shoruv Author Post Creator says:
      আপনাকেও
  2. Redwan Ahmed Contributor says:
    LOOL ….. Alt + F4 একসাথে চেপে পরে Enter এ চাপলেই ত হয় …এত ঝামেলার কি আছে ???
    1. Shoruv Author Post Creator says:
      আমিও ঐটাই ব্যবহার করতাম একসময় কিন্তু ঐটাতে সমস্যা হচ্ছে ডেস্কটপ উইন্ডোতে এসে তারপরে কাজ করে।
      কিন্তু Win + X + U + U দিয়ে করলে যেকোনো উইন্ডো ওপেন থাকাবস্থায় করতে পারবেন।
  3. ShOHaG RaNa Contributor says:
    Restart এরও Shortcut আছে..।। এক পোস্টেই ২ টা দিতে পারতেন..।। আমার পোস্ট তো এপ্রুভ হয়না..।। পারলে ওটাও দেখে দেন..।। স্পবার উপকার হবে হয়তো..।।
    1. Shoruv Author Post Creator says:
      হ্যাঁ, রিস্টার্টের কথা আমি পোস্টের শেষে আলোচনা করছি। যেহেতু পোস্টের টাইটেলের সাথে মিলে না তাই বিস্তারিত লিখিনি।
  4. KHSumon Contributor says:
    ALT+F4 and Enter ?
    1. Shoruv Author Post Creator says:
      go on
  5. Nazmul Islam Author says:
    yt short theke neya
    1. Shoruv Author Post Creator says:
      খুঁজলে ট্রিকবিডিতেও পেয়ে যাবেন ‘Shoruv’ নামের একজন অথোরের করা পোস্ট।
  6. Nafis Fuad Contributor says:
    ALT + F4 + Enter (Best) aitai use kori
    1. Shoruv Author Post Creator says:
      আমিও ঐটাই ব্যবহার করতাম একসময় কিন্তু ঐটাতে সমস্যা হচ্ছে ডেস্কটপ উইন্ডোতে এসে তারপরে কাজ করে।
      কিন্তু Win + X + U + U দিয়ে করলে যেকোনো উইন্ডো ওপেন থাকাবস্থায় করতে পারবেন।
    1. Shoruv Author Post Creator says:
      thanks vai

Leave a Reply