আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে   
কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি

কিভাবে যোক করবেনঃ

  • প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন।
  • Template এ ক্লিক করুন।
  • এবার আপনার টেমপ্লেট এর ব্যাকআপ রাখুন এটা সুবিধার জন্য।
  • Edit Template এ ক্লিক করুন।
  • এবার কোডটুকু আপনি যেখানে ব্রেকিং নিউজ বার যোগ করতে চান সেখানে বসান।যেমন আমি আমার সাইটের মেনুবার এর নিচে বসিয়েছি আপনিও চাইলে এমন বসাতে পারেন বা আপনি আপনার সাইটের উপরেও বসাতে পারেন।
  • ঠিক উপরের ছবির মত।যাই হোক নিচের কোড গুলো বসান।
  • কোড  trickbd তে  Publish হয় না ,তাই নিচের লিং থেকে কোড টা নিয়ে নিন,

  • কোড লিং  ১
  • এবার </body> এইটুকু খুজুন এবং এর উপরে নিচের কোড গুলো বসিয়ে দিন।
  • কোড লিং ২
  • কোড ১ ও ২ লিং
  •  এবার উপরে এই সাইটের অ্যাড্রেস এর জায়গায় আপনার সাইটের অ্যাড্রেসটি দিন।ব্যস এবার সেভ করুন।এবার আপনি সফল ভাবে পেরেছেন।
  • ভালো থাকবেন আল্লাহ হাফেয

4 thoughts on "আপনার সাইট/ব্লগে ব্রেকিং নিউস বার অ্যাড করুন খুব সহজেই"

  1. Avatar photo Priyanto Gain Contributor says:
    Kaj hoyna bro error loading feed dain
    1. Avatar photo Priyanto Gain Contributor says:
      Error loading feed show kore
    2. Avatar photo Priyanto Gain Contributor says:
      kaj hoiche

Leave a Reply