ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে অনেক সময় উপরে থাকা কালো রঙের এডমিন বার টা একটু অসুবিধা সৃষ্টি করে। যেমন অনেক সময় একদম টপ এ সাইটের মেনুবার থাকায় অথবা টপ এ ফিক্সড মেনুবার থাকলে এডমিন বারের কারণে কাজ করতে সমস্যা হয়। তাই আমাদের প্রায়ই এডমিন বার টা হাইড করে রাখতে হয়। কিন্তু এডমিন তো আমার থাকা চাই। হা আপনি নিশ্চয় চাইছেন এডমিন বার টা উপরে না থেকে নিচের দিকে থাকুক। তাহলে অন্তত কষ্ট করে বার বার ড্যাশবোর্ড পেজে যাওয়া লাগবে না।
কিন্তু কিভাবে?
১ মিনিটের কাজ। নিচের কোড টুকু আপনার style.css ফাইলে কপি/পেস্ট/সেভ করুন শুধু।
margin-top: -28px;
padding-bottom: 28px;
}
#wpadminbar {
top: auto !important;
bottom: 0;
}
#wpadminbar .quicklinks>ul>li {
position:relative;
}
#wpadminbar .ab-top-menu>.menupop>.ab-sub-wrapper {
bottom:28px;
}
এবার পেজ রিফ্রেশ দিয়ে দেখুন এডমিন বার টা কোথায় দেখাচ্ছে? আমার এখানে কাজ করছে, আপনার কাজ হয়েছে কিনা জানাতে ভুলবেন না।
ট্রিকবিডির মত সেম টু সেম WordPress সাইট খুব কম টাকায় বানাতে যোগাযোগ করুন 01785829489 নাম্বারে।
ভাই এটা কিন্তু ঠিক না
রেজিস্ট্রেশন করলেই author
masterswap.ga