দীর্ঘদিন পর আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। তবে পোস্টটি সকলের জন্য না। তা শিরোনাম দেখে হয়তো অনেকে বুঝে গেছেন। পোস্টটি বিশেষ করে যারা ওয়েব এডমিন অর্থাৎ যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পোস্ট। তো আমি যে বিষয়টা নিয়ে পোস্টটা তুলে ধরেছি হয়তো বিষয়টা অনেকে জানেন আবার অনেকে জানেনা। তো যারা জানেননা তাদের জন্য এই পোস্ট। তো চলুন শুরু করা যাক।
আমরা অনেক সময় কিছুকিছু ওয়েবসাইটে ভিজিট করতে গেলে একটা বিষয় লক্ষ করি সেটা হলো – যেকোন ইন্টারনেট ব্রাউজারের সার্চবারে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের যে নাম (ডোমেইন) লিখে ভিজিট করি তা পরিবর্তন হয়ে অন্য আরেকটি নাম (ডোমেইন) হয়ে যায় এবং আমরা যে ওয়েবসাইটে ভিজিট করতে চাই সেটাতেই ভিজিট করি। এই সিস্টেমটাকে বলে ডোমেইন বা ইউআরএল ফরওয়ার্ডীং অথবা ডোমেইন রিডাইরেক্ট। যেমন : “বাংলার অ্যাপস” সাইটটির আগের ডোমেইন নেম লিখে www.banglarapps.ml ভিজিট করলে নতুন একটি ডোমেইন নেমে www.banglarapps.epizy.com পরিবর্তন হয়ে যায়। প্রমাণ পেতে এখনি উপরের লিঙ্কে ভিজিট করে দেখুন।
আমরা ওয়েব এডমিনরা এই সিস্টেমটা চালু করে থাকি বিভিন্ন কারণে। এখন আমরা ডোমেইন নেম সার্ভারের মাধ্যমে ডোমেইন ফরওয়ার্ড বা রিডাইরেক্ট করব। আমি এখানে ডোমেইন নেম সার্ভার www.freenom.com দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনার ডোমেইন নেম সার্ভারে লগইন করুন। তারপর আপনি যে ডোমেইন থেকে অন্য ডোমেইনে ফরওয়ার্ড বা রিডাইরেক্ট করতে চান, সেই ডোমেইনের Management Tools যান। এই বিষয়টা বুঝতে নিচের স্ক্রিনশটটি ফলো করুন।
স্ক্রিনশটে [০১] Management Tools, [০২] URL Forwarding তে ক্লিক করুন। তারপর নিচের স্ক্রিনশটটি ফলো করুন।
ব্যাস! আপনার কাজ শেষ। এইবার প্রথম ডোমেইনটিতে ভিজিট করে দেখুন আপনার ডোমেইনটিতে ফরওয়ার্ড হয়ে নতুন ডোমেইনে চলে গিয়েছে। আর হ্যাঁ! একটা কথা মনে রাখবেন, হয়তো ডোমেইনটি সাথে সাথে ফরওয়ার্ড নাও হতে পারে তাই কিছুসময় অপেক্ষা করুন।
আর আমি এখানে শুধু একটা ডোমেইন নেম সার্ভার দিয়ে দেখিয়েছি। আশা করি অন্যান্য ডোমেইন নেম সার্ভারগুলাও একই সিস্টেমের হবে।
vai ekta help lagbe fb te ashon..
example:www.banglarapps.epizy.com→www.banglarapps.ml.r ami bol c example:trickbd.com→twitter.com ata ki hobe…