প্রথম ধাপঃ প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের এডমিনিস্ট্রেটর বিভাগে প্রবেশ করুন অতঃপর হাতের বাম দিকে > Appearance > Themes এ ক্লিক করুন। এই পোস্টের উপরে সংযুক্ত

চিত্রটি লক্ষ করুন তাহলে ভালভাবে বুঝতে পারবেন।

 

 

দ্বিতীয় ধাপঃ দ্বিতীয় ধাপে ইন্সটল থিম এ ক্লিক করুন এবং তার নিচে আপলোড বাটনে ক্লিক করুন । এখন browse নামক মেনুটি ব্যাবহার করে আপনার কম্পিউটারের যেখানে থিম ফাইলটি রাখা হয়েছে সেটি নির্বাচন করে দিন এবং ইন্সটল নাউ বাটনে ক্লিক করুন।

 

তৃতীয় ধাপঃ তৃতীয় এবং সর্বশেষ ধাপে > Appearance > Themes > Manage themes থেকে আপনার আপলোডকৃত থিমটি একটিভ করুন ব্যাস এখন ব্রাউজারে আপনার ওয়েবসাইটটি দেখুন নতুন থিম ইন্সটল করার কারনে সাইটটি নতুন আকার ধারন করেছে।

 

 

গুরুত্বপূর্ণ নোটঃ ওয়ার্ডপ্রেসে থিম আপলোড করার পূর্বে আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণরুপে ব্যাকআপ নিন।
নতুন থিম আপলোড করার কারনে আপনার উইজেটসমূহের উপরে প্রভাব পড়তে পারে।

 

মাএ 400 টাকায় .Com ডমেইন কিনতে 01785829489