বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক লম্বা ছুটি নেওয়ার জন্য। কারণ আমার টার্গেট ছিলো যতই কাজ থাক সব কাজের মাঝেও সবাইকে টিউন উপহার দিব। কিন্তু তা আর হয়ে উঠলো না। তাইতো অনেক দিন পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় টিউন নিয়ে।

তো কথা বারিয়ে লাভ নেই কাজে লেগে যাওয়া ভাল। আজকের পর্ব দিয়ে আমরা ৬ নং পর্বে হেঁটে চলেছি। বাকি পর্ব গুলো খুব দ্রুত দিবো ইনশাহ আল্লাহ।

তাহলে চলুন এই পর্বের মূল টিউনে যাওয়া যাক।
আমরা তো সবাই ক্যাটাগরি কি তা জানি?
নাকি জানি না?
ক্যাটাগরি দেখুন

যারা জানি না তাদের একটু ক্লিয়ার করি।
ক্যাটাগরি হলো “আমি যে টিউন করবো সেই টিউনটা কোন ধরণের টিউনের অন্তর্ভুক্ত হবে এটাই নির্বাচন করতে হবে, আরেকটু ক্লিয়ার করি।
আমার টিউনের এড্রেস বারের দিকে দেখুন।
সাইটের নাম আছে এবং আমার টিউনের ধরণ কি সেটার নাম দেওয়া আছে এবং এর পরেই আছে আমার টিউন আইডি।
example ডট com/wordpress/123456
কিছু বুঝলেন?
আশা করি ক্লিয়ার হইছে।

এবার আসি মিডিয়াতে
মিডিয়া দেখুন

মিডিয়া হলো সেই জিনিষ, যেখানে আমাদের উপলোডকৃত সকল ফাইল থাকবে। ধরেন, আমি একটা ফটো আপলোড দিলাম, সেটা অবশ্যি মিডিয়াতে গিয়েই আপলোড দিতে হবে এবং মিডিয়ার গ্যালারিতে সেভ হয়ে থাকবে, যদি সেভ করার সিস্টেম চালু করা থাকে।
তাহলে কি বুঝলাম আমরা? মিডিয়া হলো সকল ফাইল আপলোড ম্যানেজার। আরও একটু ধারণা দেয়।
আমরা আমাদের ওয়েব সাইটে সরাসরি কোনো ছবি বা কোনো ফাইল আপলোড দিতে পারি না।
আপলোড দিতে গেলে অবশ্যই আমাদের মিডিতে যেতেই হবে। না গেলে আপলোড সম্ভব না।
আশা করি ক্লিয়ার হয়ে গেছে?

তাহলে চলুন এবার পেইজ নিয়ে আলোচনা করা যাক?
পেইজ দেখুন

পেইজ কি? পেইজ হলো পৃষ্ঠা। যেখানে আমার প্রয়োজনিয় ফাইল গুলো তুলে রাখতে পারবো। আমরা যেটা দেখছি ব্রাউজ করে সেটাও একটা পেইজ। পেইজের মাধ্যমে আমরা আমাদের ওয়েব সাইটের এবাউট এড করতে পারি, রুলস লিখে দিতে পারি এক কথায় সকল নিয়মকানুন পেইজের মাধ্যমে আমরা জুড়ে দিতে পারি। এটাই হলো পেইজ এর কাজ।

এবার চলে যাবো কমেন্টে

কমেন্ট দেখুন

এখানে দেখছেন যে একটা ডিফল্ট ভাবে একটা কমেন্ট পাবলিশ করা আছে। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারে, আনএপ্রুভ করে দিতে পারেন। আপনার ইচ্ছা মত কাজ করতে পারবেন।
এই কমেন্টা ওয়ার্ডপ্রেস টীম শুরু থেকেই দেয়ে থাকে।
আপনি চাইলে ডিলিট করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে তাহলে সে কমেন্ট এই কমেন্টের লিষ্টে যোগ হয়ে যাবে।
যেমন আমি টিউন করলাম, আপনি কমেন্ট করলেন, আমার কাছে নোটিফিকেশন এল যে “আপনি কমেন্ট করেছেন” তাহলে আমি আপনার কমেন্ট ভিউ করে দেখে নিবো কি লিখেছেন কমেন্টে। এই হলো কমেন্টের ব্যাপার।
কমেন্ট ফিল্টার করার জন্য আছে আস্কিম্যাট যেটা ওয়ার্ডপ্রেস সাইট টীম ডিফল্ট ভাবেই দিতে থাকে।
শুধু আপনাকে এক্টিভ করে নিতে হবে।

যদি বুঝতে সমস্যা হয়ে নিচের প্লে বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন।

অনেক অনেক ধন্যবাদ, সাথে থেকে বকবক শোনার জন্য। তবে রিকোয়েস্ট থাকবে, বিন্দু মাত্র উপকৃত হলে সাবস্ক্রাইব করার জন্য ।
যেকোনো সমস্যার জন্য

মেসেজ করুন ফেইসবুকে

Follow us on Twitter
Plus on Google Plus
Like us on Facebook
Visit us our website

আগামী টিউনে থাকবে আকর্ষণীয় কিছু জিনিষ। সাথেই থাকবে, আসছে প্রোফেশনাল টিউন।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেয।

15 thoughts on "ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ৬"

    1. শিশির Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    1. শিশির Author Post Creator says:
      ধন্যবাদ
  1. Sohag Author says:
    ভাই আগের পর্ব গুলোর লিং দেন
    1. শিশির Author Post Creator says:
      এই লিংকে গেলে পাবেন https://trickbd.com/?author=45949
  2. শিশির Author Post Creator says:
    এই লিংকে গেলে পাবেন https://trickbd.com/?author=45949
  3. Safiur Contributor says:
    Brother,,
    Login kore jokhon site visit kori tokhon website ta dekhay. But,
    Onno browser a main domain a dekhle “Infinity Free er ad ashe. ata thik hobe kobe
    1. শিশির Author Post Creator says:
      এড সো করার কথা নয়, একটু বিস্তারিত বলা যাবে ভাই?
    2. Safiur Contributor says:
      apni jokhon login kore apnar site visit koren tokhon ek rokom dekha jay. Kintu, Login chara obosthay “Techtalk.rf.gd” a jokhon visit kora jay thokhon siter onno arek topic dekhay. ata thik hobe kivabe,,, Please
    3. শিশির Author Post Creator says:
      আমি এভাবেই করছি, আমার মূল সাইটের লিংক techtalk.rf.gd/wp এইটা। এই রকম করার কারণ হলো ফ্রি সাইট তাই সবাই যাতে বুঝতে পারে। যখন প্রিমিয়াম সাইটের কাজ করব তখন এমন থাকবে না। বুঝেছেন ভাই?

Leave a Reply