বিসমিল্লাহির রাহমানির রাহিম
সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
কথা না বারিয়ে মূল আলোচনায় চলে যাব।
আমরা চাই আমাদের ওয়েব সাইটের নিরাপত্তা একটু বেশি শক্তিশালী করতে। কিন্তু আমাদের অধিকাংশ ওয়েব সাইট চলে ফ্রিতে। ফ্রি জিনিশগুলো এমনিতেই খুব রিস্কের মধ্যে থাকে। যার ফলে আমাদের নিরাপত্তা নিয়ে সব সময় চিন্তাভাবনা করতে হয়।
তো আজকের আলোচনার মাধ্যমে কিছুটা হলেও চেষ্টা করবো আপনাদের কাজের সাহায্য সহযোগীতা করার।
তাহলে আমরা ক্লাউড ফ্লারে ওয়ে সাইটের দেওয়া ফ্রি সার্ভিস নিবো এবং আমাদের ওয়েব সাইটকে সিকিউরড করব তার আগে আপনাকে একটা জিনিশ লক্ষ করতে হবে।
আপনার ওয়েব সাইটের এড্রেসটা দেখুনতো কি আছে?
http:// যদি থাকে তাহলে আপনি সিকিউরড নেই।
তাহলে আপনাকে কাজে নেমে যেতে হবে প্রথমে চলে যাব ক্লাউড ফ্লারে ওয়েব সাইটে।
ওয়েব সাইটে আসার পর নিচের স্ক্রল করে চলে আসুন। সাইনআপ বাটনে ক্লিক করুণ এবং আপনার সকল ইনফরমেশন দিয়ে সাইন আপ করুণ। এর পর আপনার জিমেইল থেকে মেইল ভেরিফাই করে নিন।
এবং ড্যাসবোর্ড থেকে এড সাইট
বাটনে ক্লিক করুণ।
বক্সে আপনার সাইটের নাম লিখুন
এবং এড সাইট বাটনে ক্লিক করুণ
এখান থেকে আমরা ফ্রি এস এস এল নিবো। তাহলে ফ্রিতে ক্লিক করি।
নিচের দিকে দেখেন Confirm নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করুণ।
এর পর দেখেন আপনার সাইটের সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে Continue বাটনে ক্লিক করুণ।
এবার আপনার ডোমেইনের Nameserver চেঞ্জ করতে হবে। এখানে দেখুন দুইটি Nameserver দেওয়া আছে এই দুইটা কপি করুণ।
আপনার ডোমেইন থেকে সাইন ইন করুণ
My domain বাটনে ক্লিক করে আপনার ডোমেইনের লিষ্টে চলে আসুন।
দেখেন ম্যানেজ ডোমেইন নামে একটা বাটন আছে। ক্লিক করুণ।
এখন Nameserver লেখাতে ক্লিক করুণ
এবার আপনার ক্লাউড ফ্লারে ড্যাসবোর্ডে চলে আসুন এবং নিচের দিকে দেখুন Continue বাটন আছে ক্লিক করুণ।
কাজ কমপ্লিট। আপনার ডোমেইন এর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আপনাকে অপেক্ষা করতে হতে পারে ২৪ ঘন্টা।
২৪ ঘন্টা পর আপনার সাইটের লিংক দেখুন http:// আর নেই, তখন আসবে https://।
Https এর পূর্ণরুপ হলো
Hyper Text Transfer Protocol secure।
আশা করি বুঝতে পেরেছে।
আজকের মত টিউন এখানেই সমাপ্ত করছি দেখা হবে আগামীতে। ধন্যবাদ সবাইকে।
বাকি পর্ব গুলা একটু তাড়াতাড়ি দিন।
infinityhost te free host akhon suspended kore dey..????
Jodio amr dorkar nai
Beginner der jonno onek valo kore likhso
Calay jao
Pashe achi