বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।

কথা না বারিয়ে মূল আলোচনায় চলে যাব।

আমরা চাই আমাদের ওয়েব সাইটের নিরাপত্তা একটু বেশি শক্তিশালী করতে। কিন্তু আমাদের অধিকাংশ ওয়েব সাইট চলে ফ্রিতে। ফ্রি জিনিশগুলো এমনিতেই খুব রিস্কের মধ্যে থাকে। যার ফলে আমাদের নিরাপত্তা নিয়ে সব সময় চিন্তাভাবনা করতে হয়।
তো আজকের আলোচনার মাধ্যমে কিছুটা হলেও চেষ্টা করবো আপনাদের কাজের সাহায্য সহযোগীতা করার।

তাহলে আমরা ক্লাউড ফ্লারে ওয়ে সাইটের দেওয়া ফ্রি সার্ভিস নিবো এবং আমাদের ওয়েব সাইটকে সিকিউরড করব তার আগে আপনাকে একটা জিনিশ লক্ষ করতে হবে।
আপনার ওয়েব সাইটের এড্রেসটা দেখুনতো কি আছে?
http:// যদি থাকে তাহলে আপনি সিকিউরড নেই।
তাহলে আপনাকে কাজে নেমে যেতে হবে প্রথমে চলে যাব ক্লাউড ফ্লারে ওয়েব সাইটে।

ওয়েব সাইটে আসার পর নিচের স্ক্রল করে চলে আসুন। সাইনআপ বাটনে ক্লিক করুণ এবং আপনার সকল ইনফরমেশন দিয়ে সাইন আপ করুণ। এর পর আপনার জিমেইল থেকে মেইল ভেরিফাই করে নিন।

এবং ড্যাসবোর্ড থেকে এড সাইট
বাটনে ক্লিক করুণ।


বক্সে আপনার সাইটের নাম লিখুন
এবং এড সাইট বাটনে ক্লিক করুণ


সব কিছু দেখুন এবং নিচে এসে Next বাটনে ক্লিক করুণ।


এখান থেকে আমরা ফ্রি এস এস এল নিবো। তাহলে ফ্রিতে ক্লিক করি।


নিচের দিকে দেখেন Confirm নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করুণ।


এবার Purchase বাটনে ক্লিক করি

এর পর দেখেন আপনার সাইটের সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে Continue বাটনে ক্লিক করুণ।


এবার আপনার ডোমেইনের Nameserver চেঞ্জ করতে হবে। এখানে দেখুন দুইটি Nameserver দেওয়া আছে এই দুইটা কপি করুণ।


আপনার ডোমেইন থেকে সাইন ইন করুণ


My domain বাটনে ক্লিক করে আপনার ডোমেইনের লিষ্টে চলে আসুন।


দেখেন ম্যানেজ ডোমেইন নামে একটা বাটন আছে। ক্লিক করুণ।


এখন Nameserver লেখাতে ক্লিক করুণ


দুইটা লিংক কপি করছিলেন, সেই দুইটা এই দুই বক্সে পেস্ট করে চেঞ্জ সেভড এ ক্লিক করুণ।


এবার আপনার ক্লাউড ফ্লারে ড্যাসবোর্ডে চলে আসুন এবং নিচের দিকে দেখুন Continue বাটন আছে ক্লিক করুণ।


কাজ কমপ্লিট। আপনার ডোমেইন এর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আপনাকে অপেক্ষা করতে হতে পারে ২৪ ঘন্টা।
২৪ ঘন্টা পর আপনার সাইটের লিংক দেখুন http:// আর নেই, তখন আসবে https://।

Https এর পূর্ণরুপ হলো
Hyper Text Transfer Protocol secure।

আশা করি বুঝতে পেরেছে।
আজকের মত টিউন এখানেই সমাপ্ত করছি দেখা হবে আগামীতে। ধন্যবাদ সবাইকে।

38 thoughts on "ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ১০ [ফ্রি এস এস এল সার্টিফিকেট ইন্সটল]"

  1. Ashraf uddin Author says:
    Carry on.
    বাকি পর্ব গুলা একটু তাড়াতাড়ি দিন।
    1. Server ErroR Author Post Creator says:
      ধন্যবাদ, সাথেই থাকুন। আজকে আরেকটা টিউন করতে পারি।
  2. Shariar R. Arif Contributor says:
    vai valo akta free host er nam bolo…???

    infinityhost te free host akhon suspended kore dey..????

    1. Server ErroR Author Post Creator says:
      আমার কাছে ত এটাই বেস্ট মনে হয় ভাইয়া ?, সাসপেন্ড করে রুলস ভাঙলে।
  3. Silent Boy Tarikul Author says:
    Screenshot এর মান খুবই খারাপ। ss এর মান ভালো করুন।
    1. Server ErroR Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া, আগামীতে উন্নত করবো ইনশাহ আল্লাহ্‌।
  4. Mahfuz Saim Contributor says:
    ভাই, আগের পোস্টে আমি এইটা চেয়েছিলাম. পোস্টার জন্যে ধন্যবাদ.
    1. Server ErroR Author Post Creator says:
      এটা মূলত আপনার জন্যেই বানিয়েছি। ধন্যবাদ আপনাকেও।
    2. Mahfuz Saim Contributor says:
      Vai, wordpress site bnale SEO kemon hobe? Mane view valo pabo to? Ar subdomain a ki Adsense pabo. Please bolen
    3. Server ErroR Author Post Creator says:
      সাবডোমেইন এ এডসেন্স দেবেনা মনে হয়। আর ভিউ এর ব্যাপারে বলতে গেলে আপনাকে ক্রিয়েটিভ টিউন এবং এস ই ও করতে হবে, তাহলে আপনি সফল। এডসেন্স যদি নাও পান, এডসেন্স এর চাইতে অনেক ভাল সাইট আছে যারা এডের মাধ্যমে টাকা দিয়ে থাকে। টিউনে বিস্তারিত বলবও ধন্যবাদ আপনাকে।
  5. MOHAMMAD SOJIB Contributor says:
    মোট পর্ব কতটা হবে যদি জানাতেন তবে আমার খুব উপকার হতো
    1. Server ErroR Author Post Creator says:
      ১৫ পর্ব করবো
  6. Al-Amin989 Contributor says:
    Carry on bRo…
    1. Server ErroR Author Post Creator says:
      ধন্যবাদ ভাই, সাথেই থাকুন
  7. Shariar R. Arif Contributor says:
    bt, ai host to suspended Kore dey
    1. Server ErroR Author Post Creator says:
      কই? সাসপেন্ড করে কোনো নিয়ম ভাঙ্গলে। তাছাড়া সাসপেন্ড করেনা ভাই।
  8. Shariar R. Arif Contributor says:
    jai hok, ota chara kono free host er nam janle boilen
    1. Server ErroR Author Post Creator says:
      000webhost এটাও ভাল, একটু গুগলে গিয়ে সার্চ করলে আরো পাবেন।
  9. Md Habibul Basher Rabby Contributor says:
    ভাই ওয়ার্ডপ্রেস থিমের header এর কালার কিভাবে পরিবর্তন করবো??
    1. Server ErroR Author Post Creator says:
      থিম ফাংশন থেকে চেঞ্জ করে নিতে পারবেন, তার আগে ব্যাক আপ করে নেবেন, না হলে সমস্যা হতে পারে।
  10. mahfuzsaim9 Contributor says:
    vai, apnar age jodi 17 hoy ar amake mone thake tahole apni Kore na bole tumi Kore bolen. thanks. ar ekta proshno, amar PayPal account e 1 dollar ache.how to withdraw?
    1. Server ErroR Author Post Creator says:
      ইনবক্স করেন।
    2. Mahfuz Saim Contributor says:
      Seta abar ki?
    3. Server ErroR Author Post Creator says:
      আমাকে মেসেজ করতে বলেছিলাম
    4. Mahfuz Saim Contributor says:
      Ami new to bujhi ni 🙂
  11. mahfuzsaim9 Contributor says:
    vai, apnar age jodi 17 hoy ar amake mone thake tahole apni Kore na bole tumi Kore bolen. thanks. ar ekta proshno, amar PayPal account e 1 dollar ache.how to withdraw?
  12. Rifat forazi Contributor says:
    Vai Next Part Koi
    1. Server ErroR Author Post Creator says:
      সব কম্পলিকেট শুধু টিউনের অপেক্ষায়, এসময় ফ্রি হলাম, আর এখন দিলে কয়জন পড়বে?
  13. Life Destructor Contributor says:
    আগে https….(website link) এ গেলে ডুকতো না। এটা করার পর এখন ঢুকা যায়। কিন্তু https ছাড়া শুধু ডোমেইনে (www.example.tk) ঢুকলে http তে আসে 🙁 ভাই সমাধান কী ? https defult korbo kivabe
    1. Server ErroR Author Post Creator says:
      আমি যে ভাবে দেখিয়েছি সে ভাবে কাজ করলে সমস্যা না হবারই কথা। পুনরায় চেষ্টা করুণ। হতে পারে
  14. Safiur Contributor says:
    vaiya,, Baki porbo gula dan. Onek din to hoye gache,,
    1. Server ErroR Author Post Creator says:
      ভাইয়া ফ্রিল্যান্সিং নিয়ে একটু ঝামেলাতে আছি, ঝামেলা কাটিয়েই টিউন করব, শুধু টিউন করা। লিখে রেখেছি। ধন্যবাদ ভাই সাথে থাকবেন।
    2. Safiur Contributor says:
      Ok vaiya,,,?
    3. Server ErroR Author Post Creator says:
      ভালবাসা অবিরাম
  15. Opodartho Contributor says:
    Sob gula part porlam
    Jodio amr dorkar nai
    Beginner der jonno onek valo kore likhso
    Calay jao
    Pashe achi
    1. Server ErroR Author Post Creator says:
      অনেক ধন্যবাদ ভাইয়া ?
  16. Alamgir Author says:
    free https hoyna

Leave a Reply