ওয়ার্ডপ্রেস কাস্টম থিম তৈরীর ৪র্থ পোষ্ট এটি। এর আগে আমরা তিনটি পোষ্ট দেখেছি। আপনি যদি আগের তিন টি পোষ্ট দেখে থাকেন তাহলে এই পোষ্ট থেকে কন্টিনিউ করেন আর যদি আগের পোষ্ট তিনটি না দেখে থাকেন তাহলে পূর্বের তিনটি পোষ্ট দেখে আসেন। আর গত পোষ্টে একজন আমার কাছে জানতে চেয়েছে যে, আমি কিভাবে .css এবং .php এক্সটেনশন বিশিষ্ট ফাইল তৈরী করব। এই রকম সমস্যা যাদি কারও থেকে থাকে তবে এই ভিডিওটা দেখে আসতে পারেন: ভিডিও লিংক
আজকের পর্বে আমরা আমাদের ৩য় পোষ্টে তৈরীকৃত ফাইল গুলোতে কোড যোগ করব। এবং ৫ম পোষ্টে ফোল্ডার-ফাইল গুলো কে থিমে পরিণত করে ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটল করব। তাহলে চলুন আমরা একে একে ফাইল গুলোতে কোড যোগ করি।
ট্রিকবিডিতে সরাসরি কোড যোগ করা যায় না তাই আমি কোড গুলো পেস্টবিন এ এড করে লিংক দিলাম। আর যদি কোড দেওয়ার কোন সিস্টেম থাকে তবে আমাকে জানালে আমি আপডেট করে দিব।
header.php
প্রথমে নিচ থেকে কোড গুলো কপি করে আপনার নোটপ্যাড দিয়ে header.php ফাইলটি ওপেন করুন এবং সেখানে পেষ্ট করে সেভ করুন:
কোড এখানে
index.php
এবার নিচের কোড গুলো কপি করে index.php ফাইলে সেভ করুন: কোড এখানে
footer.php
এবার নিচের কোডগুলো কপি করে আপনার footer.php ফাইলে সেভ করুন: কোড এখানে
sidebar.php
এবার নিচের কোডগুলো কপি করে আপনার sidebar.php ফাইলে সেভ করুন: কোড এখানে
single.php
এবার নিচের কোডগুলো কপি করে আপনার single.php ফাইলে সেভ করুন: কোড এখানে
functions.php
এবার নিচের কোডগুলো কপি করে আপনার functions.php ফাইলে সেভ করুন: কোড এখানে
style.css
এবার নিচের কোডগুলো কপি করে আপনার style.css ফাইলে পেষ্ট করে সেভ করুন: কোড এখানে
আমি চেয়েছিলাম উপরোক্ত কোড গুলোর মধ্য থেকে বিশেষ বিশেষ কোড নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু ট্রিকবিডিতে সরাসরি কোড এড করা যায় না তাই সম্ভব হল না। কারো যদি কোন কোড নিয়ে সমস্যা থাকে তবে আমাকে কমেন্টএ জানালে আমি আলোচনা করব।
আগামী পর্বে আমরা উপরোক্ত ফাইল-ফোল্ডার গুলো কে থিমে পরিণত করে ওয়ার্ডপ্রেস সাইটে ইন্সটলেশন করব। সেই প্রত্যাশায় আজকের মত বিদায়। আল্লাহ হাফেজ।
সমপূর্ন কোড সঠিক না লিখে মাঝে কিছু দিবেন
যেমন,***আর যেই জায়গায় দিবেন সেই জায়গায় নাম জায়গাটা দেখিয়ে দিবেন
$u=new WP_User($author_id);
return array_shift($u->roles);
}
*********
/* Profile Photo */
add_action( ‘wp_enqueue_scripts’, ‘cupp_enqueue_scripts_styles’ );
add_action( ‘admin_enqueue_scripts’, ‘cupp_enqueue_scripts_styles’ );
function cupp_enqueue_scripts_styles() {
// Register
wp_register_script( ‘notificatiosn’, get_template_directory_uri() . ‘/js/live_notification.js’, array( ‘jquery’ ), false, true );
// Enqueue
wp_enqueue_script( ‘notificatiosn’ );
}
বিক্রি করা হবে। নিতে চাইলে যোগাযোগ করুন।এখুনি
এই ব্যাপারে একটা পোস্ট চাই ভাই