স্বাগতম ট্রিকবিডি তে
ক্যামন আছেন সবাই..?আশা নয়-বিশ্বাস সবাই ভালো আছেন।
ট্রিক বিডি তে যারা থাকে সবাই সর্বদা ভালো থাকে
আজ আমি যে বিষয় টি নিয়ে আলোচনা করবো
সেই বিষয় টি শুরুতে টাইটেল দেখেই বুঝতে পেরেছেন নিশ্চই।
যারা জানেন তারা দয়া করে আর নিচে যাবেন না।
সর্বদা একটি পরিবারের মতো পাশে থাকার জন্য সকল কে ধন্যবাদ।
আর যারা জানেন না তারা দেখুন……!
আজ আমি আপনাদের দেখাবো
কিভাবে আপনি আপনার স্মার্ট ফোন বা মোবাইল দিয়ে
প্রফেশনাল দের মতো ইউটিউব চ্যানেল খুলবেন…!
প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন…!
ওপেন করার পর আপনি ক্রোম ব্রাউজারের ওপরে ডান পাশ থেকে তিন টি ডট এ ক্লিক করবেন।
সেখানে একটু নিচের দিকে দেখতে পাবেন রিকুয়েস্ট ডেক্সটপ সাইট লেখা আছে এর পাশে খালি ঘরে টিক মার্ক দিন।
ডেক্সটপ ভিউ হয়ে গেলে এড্রেস বারে ইউটিউব.কমএই লিংক টাইপ করুন।
এরপর একদম ওপরে দেখতে পাবেন সাইন ইন লেখা সেই লেখায় ট্যাপ করুন।
আপনি আপনার জিমেইল দিয়ে নেক্সট এ ক্লিক করুন।
এরপর পাসওয়ার্ড চাইবে।
আপনার জিমেইলে ব্যাবহার করা পাসওয়ার্ড দেবেন এখানে
এরপর সাইন ইন হয়ে গেলে স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন…….!
এরপর আপনার সাইন আপ করা স্থানে আপনার জিমেইল টি সেট হয়ে গিয়েছে।
আপনার জিমেইলে ক্লিক করুন চিত্রে দেখানো স্থানে এরপর মাই চ্যানেলে ক্লিক করুন
এরপর ভিডিও ম্যানেজার এ জান সেখান থেকে চ্যানেলে যান সেখান থেকে ভেরিফাই তে ক্লিক করুন।
এরপর কান্ট্রি সিলেক্ট করুন[এখানে যার যার নিজ কান্ট্রি /দেশ দিবেন]এবং আপনার ফোন নম্বর দিন।
সেখান থেকে আপনার নম্বরে একটি ভেরিভাই কোড যাবে সেই কোড টি দিয়ে সাবমিট এ ক্লিক করুন
এরপর কনফার্ম চাবে কনফার্ম করুন।
এরপর আপনারা এডভান্স অপশনে যান সেখান থেকে কান্টি দিবেন ইউনাইটেড স্ট্যেটস
★উল্লেখ্য এখানে বাংলাদেশ দিলে আপনি কিন্তু টাকা পাবেন না কারন বাংলাদেশে ইউটিউব এডসেন্স পারমিট নেই★
এরপর চ্যানেল কি ওয়ার্ড দিবেন..
[কি ওয়ার্ড কি…?] আপনার চ্যানেলে কি বিষয়ের ওপর ভিডিও আপলোড করবেন তার স্পেসিফিক বিষয় এখানে লিখবেন।
এরপর সেন্ট এ ক্লিক করুন।
এবার ফিরে আসে আবার চ্যানেলে প্রবেশ করুন।
দেখুন মনিটাইজ ইনেবল অপশন [ভেরিফাই করার পর এখানে ভেরিফাইড অপশন আসবে]সেখান থেকে মনিটাইজেশন ইনেবল করে দিন।
এরপর মাই চ্যানেলে গিয়ে চ্যানেল নেম পরিবর্তন করুন [স্ক্রিনশট এ দেখনো হয়েছে]
চ্যানেল আর্ট ও ব্যানার সেট করুন।
[স্ক্রিনশট এ দেখানো হয়েছে] ইচ্ছে করলে আপনি এখান থেকেও
চ্যানেল এর নাম দিতে পারেন।
১★চ্যানেল আর্ট
২★ব্যানার
৩★ফাস্ট নেম/ লাস্ট নেম
৪★ডিসপ্লে নেম / নিক নেম
আপনার চ্যানেল তৈরি করে ফেলেছেন।
এভাবেই আপনি আপনার নিজের সুন্দর একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন খুব সহজেই।
পরবর্তি পর্বে – আপনাদের সাথে এডসেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আর এডসেন্স এর মাধ্যমেই আপনারা ইউটিউব এ টাকা উপার্জন করতে পারবেন। সেই পর্যন্ত___.
- সবাই ভালো থাকুন
- সুস্থ থাকুন
- থাকুন ট্রিক বিডির সাথেই।
বিঃদ্র…. মানুষ মাত্র ই ভুল হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কোন কিছু জানার বা জানাবার থাকলে ভদ্র ও রুচিশীল ভাষায় কমেন্টে জানাবেন।
আর সবার কাছে বিশেষ আবেদন::ব্যাবহারেই বংশের পরিচয়…
তাই সকলেই ভদ্রতা বজায় রাখুন।
একসাথে একটি পরিবারের মতো
সবার সমস্যায় এগিয়ে আসুন।
[ পর্ব ২ ] এডসেন্স এ কিভাবে একাউন্ট করে ইউটিউব থেকে টাকা ইনকাম / উপার্জন করবেন সেই বিষয় নিয়ে হাজির হবো।
কোন পরামর্শ বা মতামত জানাতে ফেসবুক
ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
★★★★★★★★★★★★★★★★★★★★★★★
সরাসরি ফেসবুক
but apni bollen dey na
আমি ব্যানার বানাইছি কিন্তু সম্পুর্ন আপলোড দিতে পারছি না।শুধু মাত্র কিছু অংশ আপলোড হয়।
https://web.facebook.com/BD.Mon12MRS ফেসবুক লিংক