আসসালামু আলাইকুম
সকল ভিজিটর, মেম্বার, এডিটর, ও এডমিন সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন?
আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।
আজ আমি আপনাদের জন্য যে বিষয়ে পোস্ট নিয়ে এসেছি
সেটা হল কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য intro/outro ভিডিও বানাবেন।
তো চলুন শুরু করি।

যা যা লাগবে

  • একটি এন্ড্রয়েড ফোন
  • Kine master app
  • তো যাদের এপটি নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
    তারপর এই একটি ভিডিও ডাউনলোড করুন।
    তারপর কাইন মাস্টার এপটি ওপেন করুন।

    তারপর + এ ক্লিক করুন।

    empty project এ ক্লিক করুন।

    এখন media browser


    Download করা ভিডিও টা সিলেক্ট করুন।

    তারপর নিচের টাইম অনুযায়ী দাগ টা নিয়ে নিচের মত ক্লিক করুন

    তারপর কাচির মত আইকনে ক্লিক করুন

    তারপর

    এখন আবার নিচের মত দাগের সমান করে ক্লিক করুন।

    তারপর আবার কাচির মত আইকনে ক্লিক করুন।

    তারপর

    তারপর ভিডিওটা নিচের দাগের টাইম অনুযায়ি করে layer এ ক্লিক করুন।

    তারপর text এ ক্লিক করুন।

    এবার আপনার চ্যানেলের নাম দিয়ে ঠিক মাঝে বসান।
    তারপর আবার নিচের দাগের টাইম অনুযায়ী ভিডিও টা ফ্লিপ করে নিয়ে layer এর text এ আপনার চ্যানেলের নাম দিয়ে ভিডিওএর বক্সের ভিতরে বসান।

    এখন তো ইন্ট্রো বানানো শেষ হল আসুন দেখি কিভাবে এটা আমাদের মোবাইলে সেভ করব


    ভিডিওটি সেভ করার জন্য নিচের স্ক্রিনশট গুলো অনুসরণ করুন।





    তো আজ এই পর্যন্তই।
    যারা না বুঝতে পেরেছেন তারা নিচের ভিডিওটি দেখুন।

    পোস্টটি প্রকাশনায়ঃ-ourtips24.com
    আর এরকম পোস্ট ভিডিওরূপে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
    আমাদের চ্যানেলঃ-TipTop BD

    13 thoughts on "কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি intro/outro তৈরী করবেন।"

      1. TH Hridoy Contributor Post Creator says:
        ধন্যবাদ।
        আমাদের সাথেই থাকুন।
    1. Mr. JIZ Author says:
      এইটাতে যে সাউন্ড আছে এটি আবার কপিরাইট ধরবে নাতো?
      1. TH Hridoy Contributor Post Creator says:
        na eta creative common
    2. RJADNAN Contributor says:
      vai kivabe YouTube Search list e nijer video first e anbo se bisoye ekta post din plz
      1. TH Hridoy Contributor Post Creator says:
        rank niya ekta post dibo dekhi…
    3. arifkh090 Subscriber says:
      ভালো
      1. TH Hridoy Contributor Post Creator says:
        Thanks
    4. arifkh090 Subscriber says:
      ভালো
      1. TH Hridoy Contributor Post Creator says:
        Thanks 2
    5. SH SHIBLU Contributor says:
      bai apni kine mastar ar watermark kibabe delete korcen plz bai ai bisoa akta post koren
      help
      1. TH Hridoy Contributor Post Creator says:
        Eta mode app

    Leave a Reply