আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন?

আশা করছি ভালো,

আজ আমি আপনাদের জন্য( যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য) কিছু Green Screen Audio Sectrum. নিজের কাজে লাগাতে পারেন, অথবা ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন।
এইসব নিয়ে বেশি কিছু বলব না,
বিকজ, মোটামুটিভাবে সবাই এইসব নিয়ে ঘাটাঘাটি করেন।

নিচে ডাউনলোড লিনক দিয়ে দিয়েছি।

ডাউনলোড করে নিবেন।

এর আগে দেখে নেয়া যাক কিছু স্ক্রিনশট।




Spectrum-1 Spectrum-2

Spectrum-3

Spectrum-4

Spectrum-5

Spectrum-6

Spectrum-8

Spectrum-9

Spectrum-10

আর যারা নিজের মন মত গান দিয়ে এমন স্পেকট্রাম তৈরি করতে চান তারা এখানে ক্লিক করুন।
How to Creat and use Audio Spectrum in video

অনেকদিন আগের পোষ্ট ড্রাফটে ছিলো।
তাই কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আর হ্যা, ফুল টিউটোরিয়াল আসবে পরের পোষ্টে।
পরের পোষ্টে থাকবে কিভাবে নিজের মত করে স্পেকট্রাম ডিজাইন করবেন। এবং অন্য ভিডিওতে অ্যাড করবেন।
সেই পর্যন্ত ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।

Leave a Reply