আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভালো আছেন তো আজ আপনাদের দেখাবো যে কি করে ফ্রিতে Sub4sub এর মাধ্যমে প্রতিদিন ২০-৩০ টা ফ্রি Youtube সাবস্ক্রাইব নিতে পারবেন। কথা না বাড়াই কাজে চলে যায়।

প্রথমে নিচের ৩ টা সাইটে যেয়ে সাইন আপ করে নিন

1)Subpals

2)Ytpals

3)Sonuker

Note: সাইন আপ করতে আপনার চ্যানেল এর ইউজার আইডি, যেকোনো জিমাইল আর নিজের তৈরি পাসওয়ার্ড লাগবে। আর ইউজার আইডি মানে https://youtube.com/channel/UCR8UiU7Hbnh-MhK1Y2PUrTg এটা আমার চ্যানেল এর লিংক আর এই লিংক এর
(UCR8UiU7Hbnh-MhK1Y2PUrTg)
অংশ টুকু ইউজার আইডি

এই ৩ টি সাইট একি রকম তাই একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাইন আপ হয়ে গেলে যেভাবে আপনি কাজ করবেন সেটি হলো আপনি ২০ জনকে সাব+লাইক করবেন তারা আপনাকে ১০টা সাব+লাইক দিবে একবার ১০ টা সাব+লাইক নিলে ১২ ঘন্টা পর আবার নিতে পারবেন। তো আপনি একটা ফেইক YouTube
আইডি খুলে সাইন ইন করবেন যাতে আপনার মেইন চ্যানেল থেকে সাব না করতে হয়। মানে সাব নিবেন মেইন চ্যানেল এ আর সাব করবেন ফেইক চ্যানেল থেকে।
নিচের SS এর নেয় কাজ করবেন

এবার ব্যাক করে এসে কনফার্ম এ ক্লিক করুন

এভাবে ২০ টা টাস্ক কমপ্লিট করুন

প্রমাণ দেখুন আগে

প্রমাণ দেখুন পরে

বিশেষ দ্রষ্টব্য : আমি যা বললাম এতে ৩০ টা পাওয়ার কথা আর দিনে ৬০ টা কিন্তু ২০-৩০ টা বললাম কেনো??? কারন অনেকে আছে আন-সাব করে নেয় কিন্তু সবাই আন-সাব করে নাহ, তাই সাব কিছু কমে যায় সেই তুলনায় ৫০% আসা করা যায় দিনে ৬০ টা সাব পেলে কমে ৩০ টা থাকে

Contract me on Facebook

6 thoughts on "ফ্রিতে নিয়ে নিন প্রতি দিন ২০-৩০ টি সাবস্ক্রাইব ও লাইক একদম ফ্রি SS সহ প্রমাণ।"

  1. Sumon Contributor says:
    বুঝলাম না সবার পোষ্ট অ্যাপ্রুভ করলো। আমার পোষ্ট অ্যাপ্রুভ করা হলো না কেন? আমার পোষ্টে তো কোনো ভুল নাই।
    1. Avatar photo Limon Author says:
      ট্রিকবিডিতে ইমেইল করুন
  2. Avatar photo RJ+Sohel Contributor says:
    কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করে দেয়,,
    ধিরে ধিরে সাবস্ক্রাইব কমে যায়।।
    1. ANIK Contributor Post Creator says:
      Bro 50% asa kora jay

Leave a Reply