আপনি কি ইউটিউবে কাজ শুরু করছেন? অথবা শুরু করবেন ??? তাহলে দেখে নিন বিস্তারিত…

 

আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি যরেক্স যিরা, আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ!  আশা করি আমাদের প্রতিটি পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে?

?কেমন আছেন সবাই , আশা করি সবাই ভালই আছেন ? বেশী কথা না বাড়িয়ে বিস্তারিত পোষ্টে চলে যাই । পোষ্টটা এমনিতেই অনেক বড় হতে চলছে ?

আপনাদের অনেকেরই প্রশ্ন “ভাই ইউটিউবে ভিউ পাই না,ইউটিউবে ভিডিও শুধু কপিরাইট ধরে,প্রচুর কষ্ট করালাগে,All time নেটে থাকতে হয়,আমার চ্যানেল ব্যান হইছে আমি কি করবো,সহজ কোন সামাধান নাই,কি নিয়ে ভিডিও বানাবো?”৷  থামেন৷

*আপনি একবার ভেবে দেখুনতো আপনার ভিডিও মানুষ কেন দেখবে? আপনার ভিডিওতে কি আছে? ভালো কনটেন্ট হলে video হয়?

‎উওর: একটা কথা মনে রাখবেন ভাল কন্টেন্টেই ভিডিও হয়না৷ভালো প্রেজেন্টেশন ও করতে হয়৷ ধরুন আপনি ময়লা প্লেটে সুস্বাদু খাবার খাচ্ছেন৷ এতে আপনার পেট ভরতে পারে কিন্তু মন ভরবে না৷ভিডিওও তাই৷

‎⇒⇒ তাহলে ইউটিউবে ভালো ভিউ পেতে হলে কি করতে হবে?
⇒ Ok এবার আসি মূল কথায়৷ ইউটিউবে ভিউ পেতে হলে যা যা করতে হবে:

 

1. ইউটিউব ইন্ট্রো:

অনেকে চ্যানেলে দেখলাম শুরুতেই টিউটোরিয়াল ও কথা দিয়ে শুরু করছে৷ ভাই আপনি কি হরর flim বানাইতেছেন?

হুট করে আসলাম আর মুভি শুরু হয়ে গেল?অন্তত ভালো কিছু দিয়ে তো শুরু করতে হবে৷ আমরা সেই ভালো টাকেই বলবো ইন্ট্রো৷তবে ইন্ট্রো আপনি 2 ভাবে দিতে পারেন৷

① ভিডিওর শুরুতে৷
② আপনার ভিডিওর বিষয়টা বলার পর৷

যেমন: হ্যালো Guys! আসসালামু আলাইকুম৷আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা চ্যানেল ইন্ট্রো বানাবেন৷ এজন্য যা যা লাগবে তা ভিডিও ডিসক্রিপসনে দেয়া আছে৷

অ্যাপস গুলো নামিয়ে নিন৷তো lets start! (ইন্ট্রো) তারপর discription৷কিন্তু এভাবে ইন্ট্রো দিতে হলে সুন্দর একটি সাউন্ড নির্বাচন করতে হবে৷

এটা আপনাকে মাথায় রাখতে হবে৷তো এভাবেই ইন্ট্রো দিতে পারেন৷

2.টিউটোরিয়াল Talk: 

আপনি যেই ভিডিওই বানান না কেন আপনার ভাষা টাকা সুন্দর করতে হবে৷এক্ষেত্রে voice কেমন তা Doesn’t matter.অর্থাৎ গ্রামের ভাষা গুলো ব্যবহার করবেন না৷আর আপনার দূর্বলতা যদি এটাই হয় তবে যতসম্ভব এরিয়ে যাবেন৷

আর একটি কথা, মোটেই বইয়ের ভাষা ব্যবহার করবেন না৷বইয়ের ভাষা বলতে, অনেকেই বক্তব্য দেয় যেটা শুনলে ঘুমিয়ে পরতে ইচ্ছে করে৷অর্থাৎ আপনি কথা গুলো কে যতটা সম্ভব রম্য করে বলবেন৷

3.Sound কোয়ালিটি:

আপনার ভিডিও কোয়ালিটির চেয়ে Sound কোয়ালিটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়৷
কারন শব্দ শ্রুতিমধুর না হলে Viewers রা বিরক্ত হয়৷ “এর আগে এক ভাই মাইক্রোফোন নিয়ে পোস্ট দিয়েছিলো,আপনারা অনেকেই গালি দিছেন৷কাজটা ঠিক করেন নাই”!

আর হ্যা আপনারা অনেকেই হেডফোন দিয়ে রেকর্ড করেন, এতে সমস্যা নেই৷কিন্তু মাইক্রোফোন কাছে নিয়ে বলেন৷ফলে আপনার মুখের বাতাসের আওয়াজ শোনা যায় যেটা খুবই বিরক্তি কর৷

এজন্য ফোনের 3gp ফরম্যাটে ফোনের স্পিকার দিয়ে অডিও রেকর্ড করতে পারেন অথবা হেড ফোনের রিসিভার এর বাটনের দিক থেকে কথা বলতে পারেন৷

আর Baground Sound নিয়ে একটা কথা মনে পরলো৷

এর আগে দেখলাম একজন টিউটোরিয়ালে রানা প্লাজার BG সাউন্ড দিছে৷ ভাই আপনিই বলেন এটা কিছু হইলো? টিউটোরিয়ালে কেউ দুঃখের সাউন্ড দেয়?

তাই সবসময় অন্তত রোমাঞ্চোকর সাউন্ড সিলেক্ট করবেন৷যাতে ভিডিওটা দেখতে ও শুনতে ভালো লাগে৷

4.Innovation (নতুনত্ব): 

প্রতিটা পোস্টেই নতুনত্ব আনবেন যেটা অন্যরকম অনুভুতি দেবে৷এতে ভিউয়ার্সদের মোটিভটাকে চেন্জ করে৷ যেমন একটা ভিডিওতে শুরু করলেন ইন্ট্রো আগে দিয়ে অন্যটা মদ্ধে দিয়ে৷

5. Attractive (আকর্ষনীয়): 

ভিডিওকে যতসম্ভব থ্রিলার করার চেষ্টা করবেন৷অর্থাৎ মন যেন হয় এরপর কি হবে,এর পর কি হবে? এবং ভিডিওর শেষে হালকা Touch দিবে যে, পরবর্তি ভিডিও কি নিয়ে হবে ৷এতে সহজেই সাবস্ক্রাইব চেয়ে নেয়াটা সহজ হবে৷

6.Ending:

শেষের দিকে একটি সুন্দর আউট্রো দিবেন৷
আর হ্যা ভিডিওর মাঝে ইউটিউব কার্ড দিতে পারেন৷যেটা আপনার অন্যান্য ভিডিও ভিউ পেতে সাহায্য করবে৷
এবার আপনার মোটামোটি কাজ শেষ৷

7.Subtitle(সাবটাইটেল):

আপনার ভিডিওতে সাবটাইটেল যোগ করতে পারেন৷আপনি যদি টিউটোরিয়াল বানান এবং যদি সেটা ইরেজিতে হয় তাহলে বাংলা সাবটাইটেল দিতে পারেন৷অথবা আপনি যদি বাংলা টিউটোরিয়াল দেন এবং বিদেশী ভিউয়ার্স ও পেতে চান তবে অবশ্যই ইংরেজি সাবটাইটেল দিতে পারেন৷ সাবটাইটেল ভিডিওকে প্রফেশনালদের মতো করে তোলে৷

 

বি:দ্র: সাবটাইটেল কিভাবে বানাতে হয় আপনারা চাইলে দিতে পারি৷

 

ট্যাগ,টাইটেল ইত্যাদি নিয়ে অনেক পোস্ট আছে তাই দিলাম না৷ আপনারা চাইলে এড করতে পরি৷
##আপনার ভিডিও তো শেষ হলো কিন্তু আপনারা অনেকে তো আসল কাজটাই করেন না অর্থাৎ চ্যানেল কাস্টমাইজেশন৷ আমি অনেকের চ্যানেলেই দেখি হোমে কোন ভিডিও নেই৷

আপনি একটা জিনিস ভেবে দেখুন,কেউ সাব্সক্রাইব করার জন্য আপনার চ্যানেলে ঢুকলো কিন্তু হোমে কোন ভিডিও পেল না৷ তাহলে কি সে সাবস্ক্রাইব করবে? অবশ্যই করবে না৷

সকল প্রকার টিপস পেতে আমার সাইটে ভিজিট করুন । 

আরো এইরকম অন্যান্য পোস্ট পড়তে আমাদের সাইট Zorexzira এ ভিজিট করুন ।

সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Zorexzira
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
সাইট লিঙ্কঃ Zorexzira.Shop

খোদা হাফেজ

11 thoughts on "আপনি কি ইউটিউবে কাজ শুরু করছেন? অথবা শুরু করবেন ??? তাহলে দেখে নিন বিস্তারিত…"

    1. Zorex Zira Author Post Creator says:
      Thanks For Comment
    1. Zorex Zira Author Post Creator says:
      Thanks For Comment
    1. Zorex Zira Author Post Creator says:
      Thanks For Comment
  1. Nobin Contributor says:
    আচ্ছা ভাইয়া আমার চ্যানেলের নাম Nobin 360 এখন আমি যদি সব ক্যাটাগরির ভিডিও আপ করি তাহলে কি মনিটাইজ পাবো??? যদি এক্টু বলতেন ভাইয়া!
    1. Zorex Zira Author Post Creator says:
      Hmm. jodi video copyright na hoy taile pabe..
  2. SK SHAGOR Contributor says:
    Wow But Gaming Niya Dao
    1. Zorex Zira Author Post Creator says:
      In Sha Allah

Leave a Reply