প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

একটা YouTube channel manage করতে হলে অবশ্যই আপনার background music লাগবে তো কি ভাবে YouTube Background Music ব্যবহার করবেন ৩টি সিস্টেমে ।

প্রথম ওয়ে –


Soundcloud এর সাথে আমরা সবাই মুটামুটি পরিচিত তবে Soundcloud থেকে আপনি Background Music ব্যবহার করতে পারেন তবে Credit দিতে হবে।

বিঃদ্রঃ – Credit আপনি Music লিংক অথবা Profile লিংক দিতে হবে।

২য় ওয়ে YouTube search –

youtube এ যাবেন তারপরে search দিবেন copyright background music তার পরে হাজার হাজার music পাবেন যেকোন টা ব্যবহার করতে পারেন তবে credit দেওয়া লাগবে

বিঃদ্রঃ – Credit আপনি Music লিংক অথবা চ্যানেল লিংক দিতে হবে।

৩য় ওয়ে YouTube Studio :

Youtube এ যাবেন তারপরে Studio তে যাবেন তারপরে Audio library তে যাবেন হাজার হাজার background music পাবেন যে কোন টা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

এই ভাবে আপনি background music ব্যবহার করতে পারবেন।

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

9 thoughts on "কি ভাবে YouTube Background Music ব্যবহার করবেন ৩টি সিস্টেমে"

    1. Shafiqur Rahman Author Post Creator says:
      hasir ki holo
  1. Dip Dey - Walker #57341 Contributor says:
    Lol Ncs E To Nai :’)
    1. Shafiqur Rahman Author Post Creator says:
      ay vabe aponi use korte parben no prb ate hasir ki
    1. Shafiqur Rahman Author Post Creator says:
      hasir ki
  2. foyej Contributor says:
    Ato Credit diye ki korben?

Leave a Reply