আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ইউটিউবের যে কোন ভিডিও কনভাট করে ডাউনলোড করা শেখাতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

তো চলুন শিখে নেওয়া যাক । প্রথমে ইউটিউবের যে ভিডিওটি কনভাট করতে চান তার লিংক কপি করুন । আমি জাভা মোবাইলেই সবকিছু করছি । দেখুন ।


তারপর video.2yxa.mobi লিংকে যান । শেষের দিকে এসে নিচের ছবিতে দেখানো জায়গাতে লিংক পেস্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করুন ।



তারপর ভিডিওটি সম্পকে তথ্য পাবেন । শেষের দিকে এসে যে ফাইলে কনভাট করতে চান তা সেলেক্ট করুন এবং স্ক্রিন সাইয বাছাই করুন । যেমন জাভার জন্য 3GP এবং 176*144 । তারপর ওকে তে ক্লিক করুন ।

পরের পেজে কনভাট লেখাটিতে ক্লিক করুন ।


তারপর রিফ্রেস করতে থাকুন ।

ফাইল তৈরি হয়ে গেলে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন ।

তবে জাভা ফোনে ডাউনলোড করতে সমস্যা হতে পারে । কিছু দিন আগে সমস্যা হতো না । কিন্তু এখন হয় । তাই ডাউনলোড URL থেকে https:// সম্পূণ কেটে দিয়ে ডাউনলোড করবেন ।

কোন সমস্যা হলে কমেন্ট করুন ।

3 thoughts on "ইউটিউব ভিডিও লিংক থেকে ভিডিওটির যেকোন ফরমেটে কনভাট করে ডাউনলোড করুন"

  1. Prottoy Saha Contributor says:
    eita maybe sobai jne
  2. reaz101 Contributor says:
    এইগুলা পিচ্চি ছেলেরা ও জানে
  3. echon Contributor says:
    very common post

Leave a Reply