Contributor

Muhammad Sojib

মাত্র এক মিনিটে সওয়াবের পাহাড় গড়ে তুলা সম্ভব! কিন্তু কিভাবে? আমরা প্রতিদিন ১ মিনিট সময় ব্যয় করেও ছোট ছোট আমল করতে পারি, এরকম অনেক আমলই আছে। যেমন- আমরা ১ মিনিট 'সুবাহানাল্লাহ' বলতে পারি। এক মিনিটে ১০০ বার 'সুবাহানাল্লাহ' পড়া যায়। আর সহিহ মুসলিমের হাদিসে এসেছে, এক'শ বার সুবাহানাল্লাহ পাঠ করলে মহান আল্লাহ এক হাজার নেকী দান করেন। সুবাহানাল্লাহ! এভাবে এক মাস আমল করলে (৩০ দিনে) ত্রিশ হাজার নেকী আল্লাহ দান করবেন, ইনশাআল্লাহ। আর সারাজীবন করতে থাকলে তো বুঝতেই পারছেন, কি পরিমাণ নেকী হবে! সুবাহানাল্লাহ! এছাড়া আমরা এক মিনিট সূরা ইখলাসও পাঠ করতে পারি। এক মিনিটে দশবার সূরা ইখলাস পাঠ করা যায়, কমপক্ষে নয় বার হলেও পড়া যায়। আর হাদিসে এসেছে, সূরা ইখলাস একবার পাঠ করলে কুরআনের এক-তৃতীয়াংশের সমান সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা এক মিনিটে কমপক্ষে নয় বার সূরা ইখলাস পাঠ করে পবিত্র কুরআন তিনবার খতম করার সমান সওয়াব অর্জন করতে পারব। ইনশা'আল্লাহ। সুতরাং, বন্ধুরা! সময় অপচয় না করে আসুন নেক আমল করার চেষ্টা করি, নেকীর পাহাড় গড়ে তুলি। ইনশাআল্লাহ।