Be a Trainer! Share your knowledge.
Home » Tricks » জন্ম নিবন্ধন আবেদনের সহজ পদ্ধতি ২০২5 নতুন আপডেট ও ধাপে ধাপে গাইড

জন্ম নিবন্ধন আবেদনের সহজ পদ্ধতি ২০২5 নতুন আপডেট ও ধাপে ধাপে গাইড

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
বন্ধুরা, আমরা সবাই জানি জন্ম নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন পরপর নিয়মকানুনে পরিবর্তন আসে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন কার্যক্রমে কিছু ঝামেলা দেখা যাচ্ছে। ওয়েবসাইট আপডেটের কাজ চলছে,

তাই কিছু অংশে কাজ করা যাচ্ছে আবার কিছু অংশে সমস্যা হচ্ছে।

নতুন জন্ম নিবন্ধন আবেদন বা জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে কিছু আপডেট এসেছে। আগে জন্ম নিবন্ধন করতে গেলে পিতা-মাতার কাগজপত্র,

যেমন তাদের জন্ম নিবন্ধনের সনদ, লাগতো। কিন্তু এখন নতুন আপডেটে পিতা-মাতার কাগজপত্রের প্রয়োজন নেই।

এবার আমি আপনাদের বলব কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন.

জন্ম নিবন্ধন আবেদনের ধাপগুলো

ওয়েবসাইটে যান:
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গিয়ে জন্ম সনদ নিউ লিখে সার্চ করবেন। এরপর একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন অপশনে ক্লিক করবেন।

ঠিকানা সিলেক্ট করবেন:
এরপর আপনাকে আপনার নিজের ঠিকানা সিলেক্ট করতে হবে। ঠিকানা সঠিকভাবে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন।

ফর্ম পূরণ করবেন:
এরপর একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনার প্রথম নাম, শেষ নাম (বাংলা ও ইংরেজিতে), জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর (যদি থাকে), লিঙ্গ, দেশ, ডাকঘর, গ্রাম, রোড, বাড়ি নম্বর ইত্যাদি সঠিকভাবে পূরণ করবেন। সব তথ্য দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন।

ঠিকানা chek করবেন:
এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার বর্তমান ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা একই কিনা। যদি একই হয়, তাহলে একই আছে অপশনে ক্লিক করবেন। আর যদি আলাদা হয়, তাহলে বর্তমান ঠিকানা সঠিকভাবে লিখুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন।

ফটো ও ডকুমেন্ট আপলোড করবেন:
এরপর আপনাকে আপনার ফোন নম্বর ব্যবহার করতে হবে। নিচে আসলে একটি অপশন পাবেন ফটো আপলোড করার। এখানে আপনার আগের জন্ম নিবন্ধনের ফটো বা এসএসসি সার্টিফিকেট বা এনআইডি কার্ডের ফটো আপলোড করবেন। এরপর আপনার বাড়ির ট্যাক্স রশিদ আপলোড করবেন (এটি বাধ্যতামূলক)।

সবকিছু যাচাই ba check 

করবেন.
এরপর আপনি যে তথ্যগুলো দিয়েছেন, সেগুলো দেখাবে। সবকিছু সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবেন।

আবেদন পত্র প্রিন্ট করবেন:
সাবমিট করার পর আপনাকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন পত্র জমা দিতে হবে। নিচে আবেদন পত্র প্রিন্ট করবেন অপশন পাবেন। এটি ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং ট্যাক্স রশিদ ও এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে ইউনিয়ন পরিষদে যান। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে আপনার জন্ম নিবন্ধন কার্ড তৈরি করে দেওয়া হবে।

1 week ago (Mar 07, 2025)

About Author (7)

Md Abu Bokkor
author

আমি শেখার আনন্দে মুগ্ধ, আর শেখানোর মাধ্যমে সেই আনন্দ--কে ভাগ করে নিতে ভালোবাসি।

Trickbd Official Telegram

7 responses to “জন্ম নিবন্ধন আবেদনের সহজ পদ্ধতি ২০২5 নতুন আপডেট ও ধাপে ধাপে গাইড”

  1. mehedi2877 Contributor says:

    কোন লিংক এর মাধ্যমে.? লিংক আগের টাই আসে

  2. Sïmplë sömrüt Author says:

    এটি ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং ট্যাক্স রশিদ ও এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে ইউনিয়ন পরিষদে যান।
    এখানে কার NID নিয়ে যেতে বলেছেন?

  3. N.A.Khan Contributor says:

    যেই বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার NID এবং ট্যাক্স রশিদ কোথায় পাব?

  4. mdkibro Contributor says:

    এখানে আপনার আগের জন্ম নিবন্ধনের ফটো বা এসএসসি সার্টিফিকেট বা এনআইডি কার্ডের ফটো আপলোড করবেন। এরপর আপনার বাড়ির ট্যাক্স রশিদ আপলোড করবেন (এটি বাধ্যতামূলক)।

    এই কথাটা কেউ বুঝছেন,,, যারা নতুন জন্মগ্রহণ করেছে তারা কি করবে তাদের আগে জন্ম নিবন্ধন কিভাবে পাবে😁😁

  5. TrickBD Support Moderator says:

    বিস্তারিত লিখুন, লিংক, স্ক্রিনশট সংযুক্ত করুন।

  6. Captain Author says:

    কিছুই ত ক্লিয়ার বুঝলাম না

  7. Uzzal Mahamud Pro Author says:

    এখানে ধাপে ধাপে গাইড লাইন কই কিছুই তো বিস্তারিত বুঝা যাচ্ছে না.?

Leave a Reply

Switch To Desktop Version