Home » Window PC » শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৪]

2 weeks ago (Apr 15, 2017) 710 views

শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৪]

Category: Window PC Tags: , , , , by

আসসালামু আলাইকুম, যেকোন চাকুরী, ব্যাংক বা কোম্পানীতে ওয়ার্ড আর এক্সেল এর কাজ বেশি, ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুনদের জন্য পোস্টঃ  শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৪]।   আজ গুণ  শেখার জন্য পর্ব। এবং এটা মাইক্রোসফট এক্সেল পরিচয় পর্ব [পর্ব ৩] 

আজ জানবো মাইক্রোসফট এক্সেল এ কিভাবে গুণ এর কাজ করবেন।


জানতে হবে গুণ ২ রকমের।  ১) সাধারণ গুন, অর্থাৎ ২ টি সংখ্যার গুণ এর কাজ। অপরটি ২)  অনেক সংখ্যার গুণের কাজ, এদের সুত্র আবার আলাদা।


প্রথমে একক সংখ্যার গুণের কাজঃ

আগের পোস্ট অনুযায়ী এম এস এক্সেল শীট ওপেন করুন। । এরকম ভাবে সংখ্যা বসান যেকোন যায়গাতে। বিয়োগের সুত্র টি বসান যা ছবিতে দেখছেন। আগে   @  দিবেন,  খেয়াল করুন B এর লাইনে ও 4 এর সারিতে হওয়ায় প্রথম ভেলু B4, আর C এর ঘর ও 4 এর সারী হওয়াতে ২য় ভেলু C4 ,  মাঝে *  স্টার চিহ্ন বসবে।

এন্টার চাপলে ফলাফল দেখতে পাবেন।


বহু সংখ্যার মাঝে গুণঃ

আবার দেখুন আমি অন্যত্র সংখ্যাগুলো বসালাম।

সুত্র  বসালাম,  A এর সারি ও 2 এর লাইন   হওয়াতে সুত্র  A2, এরপর B ও C ,এবং D  তে সংখ্যা বসালাম, 2 এর লাইনে থাকায় সুত্র  D2. 

একত্রে অনেক যোগ এর সময় যেমন + এর যায়গাতে : বসে, তেমন একত্রে অনেক গুণের ক্ষেত্রে * এর যায়গাতে Product বসে।  এন্টার চাপুন, ফলাফল আসবে , ১০, ২০,  ৩০ , ও ৪০ এর গুনফল একত্রে ২৪০০০০।

আজ এপর্যন্তই।এক্সেল সব পর্বের ভিডিও টিউটোরিয়াল একত্রে পেতে ফলো করুন এই লিংক .  ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ্‌ আপনাদের ভালো রাখুন।

মনে রাখবেন, অনেক টিউটোরিয়ালে কাজ দেখানো হয়, ইনফরমেশন থাকে লেখা টিউনে। তাই উভয় ই ফলো করুন।


 

Report

About Post: 18121

Md Khalid

* এই ওয়েবসাইট কোন এড নয়, ইসলামিক জ্ঞানের বিশাল সম্ভার, ঘুরে আসতে পারেন www.islamhouse.com/bn ..... & www.assunnahtrust.com

10 responses to “শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৪]”

 1. toku (Contributor) says:

  Vai playstore a khibe apps publish korbo plz bolan

 2. jhfahim19 (Contributor) says:

  আপনি কি একজন অ্যানড্রয়েড এক্সপার্ট? নিজের জানা জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছেন? তাহলে আমাদের অ্যানড্রয়েড প্লাটফরম ভিত্তিক নতুন ওয়েবসা.ইট DroidBD.Ga তে আপনার লেখা পোস্ট করুন। এতে নিজেও ক্রেডিট পাবেন আর পাঠকরাও ভালো কিছু শিখতে পারবে।

 3. Raju Raju (Author) says:

  ভাই, আমি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ৪ পর্ব দিয়েছি। কেউ তেমন পাত্তা দেয়না, তাই আমিও লিখিনা। দেখতে পারেন আমার লেখাগুলো।

  • Md Khalid Md Khalid (Author) says:

   ok dekhbone…….. ekta kotha mone rakhben vai – 2 ba 3 jon patta dibei, ar ta dlei enough…… sobai succefull hoyna,sobai shorge o jayna………. koyjon ktha manbe o shunbe eta chinta korle apni ami nijei tention a thakte hobe……. ar ata vabte gele kono teacher class nite partona, kono wajen waj korte partona, karon ai 2 jonke manush kom e patta dey

 4. Raju Raju (Author) says:

  Hoteo Pare… tahole ami abar start korbo.. ☺

Leave a Reply