আসলে মূল ব্যাপারটা হলো, আমাদের ফোন কোম্পানিগুলো যতই বলুক ওয়ালটন বাংলাদেশে ফোন তৈরি করে আর সিম্ফনির নিজের ফ্যাক্টরি আছে, আসলে এগুলো সবই মিথ্যা। তারা সবাই চাইনিজ কোম্পানির তৈরি সেট রিব্রান্ডিং করে। এইটাই সত্যি।
যেমনঃ
1. Primo X2 = Gionee Elife E6
2. Primo X2 Mini = Gionee Elife E6 Mini
3. Primo X1 = Gionee Dream D1
1. Symphony ZI = Gionee Elife E5
2. Symphony ZII = Konka W980
3. W125 = Gionee gn708w
ব্যাপার হচ্ছে মোবাইল তৈরি করে Gionee এর মত কিছু চাইনিজ কোম্পানি। আর অন্যান্য দেশের বিভিন্ন লোকাল কোম্পানি তাদের সাথে কন্টাক্ট করে সেট নিজেদের নামে রিব্রান্ডিং করে দেশে ইমপোর্ট করে এবং দেশে এনে নিজেদের মোড়কে বাজারজাত করে।
আমাদের দেশেও ওয়ালটন, সিম্ফনি, স্ট্রবেরী মোবাইল রিব্রান্ডিং করে থাকে। ইন্ডিয়াতে মাইক্রোম্যাক্স, কার্বন মোবাইল, জোলো ইত্যাদি কোম্পানি এভাবে সেট রিব্রান্ডিং করে।
walton এবং symphony মূলত Gionee থেকে রিব্রান্ডিং করে থাকে।
কিন্তু সেট রিব্রান্ডিং করলেও কিছু এপস ব্যাবহার করে সেট মূল প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ডিটেক্ট করা যায়। আজ আপনাদের সে সম্পর্কেই বলবো।
এজন্য প্রথমেই প্রয়োজন হবে একটি এপসঃ
ডাউনলোড করুনঃ
★Click Here to Download
এরপর এপসটি সেটাপ দিন এবং ওপেন করুনঃ
এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপর SYSTEM এ যানঃ
Board এ দেখুন সেটের মূল কোম্পানির নাম। যেমন walton primo x2 তে gionee89_dwe_jb2
এখন বোর্ডের নাম দিয়ে গুগোলে সার্স দিলেই কাস্টম রম সহ সেটের বিস্তারিত পেয়ে যাবেন।