প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
প্রথমেই বলে রাখি এই টিপস টি অনেক পুরাতন হলেও যারা এন্ড্রয়েড ফোন নতুন ব্যবহার করছেন তাদের জন্য একটি কার্যকারী টিপস।
আজকে আপনাদের জন্য একটি মজার এন্ড্রয়েড এপ্পস নিয়ে হাজির হলাম আশা করি ভালো লাগবে।
হ্যাঁ যে এপসটি দিব তার নাম কথা বলা ব্যাটারি (Talking battery)
আমরা অনেকেই এখন এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি অনেক সময় খুব বেস্ত থাকার জন্য আমরা ফোনে ঠিকমত চার্জ দিতে ভুলে যায়। যার জন্য মাঝে মাঝে কঠিন সমস্যায় পরতে হয়। তাই আজকে আপনাদের জন্য এই টিউনটি। এটি আমার অনেক পছন্দের অ্যাপস। নাম কথা বলা ব্যাটারি হলেও, আসলে ব্যাটারি কি কথা বলে ? না ব্যাটারি কথা বলবে না, তবে যে সব সময় কথা বলবে তা হলো…
* ব্যাটারির চার্জ ফুল হলে, ব্যাটারির চার্জ শেষ হলে * ৫০% এবং ৩০% চার্জ থাকা অবস্থায় * চার্জার এবং ইউএসবি কানেক্ট করলে
* অ্যাপসটিতে পাওয়ার সেভিং এর ফিচারটিও আছে।
এছাড়া এই এপ্সটিতে আরো অনেক অপশন যেগুলো ইন্সটল দিলে বুঝতে পারবেন।
যদি ভালো লাগে তাহলে এপ্সটি ডাউনলোড করে দেখতে পারেন।
Name: Talking Battery Pro Apk
One thought on "কেমন হয় যদি আপনার অ্যান্ড্রোয়েড ফোনটি হঠাত বলে উঠে বস ব্যাটারি লো প্লিজ চার্জে লাগান সেইরাম একটি কথা বলা এপস।"