স্যামসাং গত পরশু আসন্ন অ্যান্ড্রয়েড এম এর বৈশিষ্ট্য তুলে ধরে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করেছে। ইতোমধ্যে মাশম্যালো নামে আসছে অ্যান্ড্রয়েড এম এমনটাই অনুমান অনেকের। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই আমরা এর অফিশিয়াল নামটি জানতে পারবো।
যাহোক, স্যামসাং তার ইনফোগ্রাফিকে অ্যন্ড্রয়েড এম এর ৫টি ফিচার বা বৈশিষ্ট্য তুলে ধরেছে। আর সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে – অ্যাপ পারমিশন, ট্র্যাক মেমরী, কুইক ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেস, অটো ব্যাকআপ ও পাওয়ার সেভিং।