বর্তমান সময়ের অধিকাংশ উইন্ডোজের ফাইল সিস্টেম ফ্যাট ৩২ অথবা এনটিএফএস ধরনের। এ দুই প্রকারের মধ্যে এনটিএফএস সবশেষ সংযোজন। সিকিউরিটি সিস্টেম, কম ডিস্ক স্পেস অপচয় এবং গতিশীল ধরনের হওয়ায় ফ্যাট ৩২-এর তুলনায় এনটিএফএস বেশি কার্যকর।
image
তবে ফাইল সিস্টেম সাধারণত উইন্ডোজ সেটআপ করার সময়ে নির্ধারণ করে দেয়া হয়। তবে কিছুটা কৌশলে তথ্য খোয়ানো ছাড়াও ইতোমধ্যে সেটআপ করা উইন্ডোজে এনটিএফএস ফাইল সিস্টেম বানানো যায়।
  • সে জন্য স্টার্ট মেন্যু থেকে Run এ ক্লিক করতে হবে।
  • এরপর ডায়লগ বক্সে cmd লিখে OK ক্লিক করতে হবে।
  • উইন্ডোজ সেভেনের জন্য স্টার্ট মেন্যুর সার্চ বক্স এ cmd লিখে Enter চাপলেও একই কাজ করবে।
  • নতুন উইন্ডোতে কমান্ড প্যাড আসবে।
  • মাউস কারসর বিপ করার জায়গায় convert c:/FS:NTFS লিখে চাপ দিতে হবে।
  • কোনো ধরনের তথ্য হারানো কিংবা পরিবর্তন ছাড়াই ড্রাইভ ফাইল ফরমেট পরিবর্তিত হয়ে যাবে।
  • উল্লেখ্য, c এর জায়গায় অন্য কোনো ড্রাইভ পরিবর্তন করতে চাইলে সেটির ড্রাইভ লেটার লিখতে হবে।

পোস্ট টি প্রথম প্রকাশিত হয় এখানে, চাইলে ঘুরে আসতে পারেন।

বিপিএল এর সবগুলো ম্যাচ কোন প্রকার বাফারিং ছাড়াই অনলাইন এ দেখতে এখানে আসুন

Leave a Reply