ফিনল্যান্ডের প্রযুক্তি পণ্য
নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া
আগামী বছরের শুরুতে বাজারে
আনতে যাচ্ছে অত্যাধুনিক ভার্চুয়াল
ক্যামেরা। এটির নাম ওজো। এর মূল্য
হবে ৬০ হাজার ডলার। ভ্যাট ও ট্যাক্স
ছাড়া বাংলাদেশি টাকায় মূল্য ৪৬
লাখ ৮০ হাজার টাকা।

চলতি বছরের জুলাই মাসে

প্রাথমিকভাবে নকিয়া ভার্চুয়াল
ক্যামেরা উৎপাদনে পরীক্ষা
নিরীক্ষা শুরু করে। গোলাকৃতি
আটটি সেন্সর এবং মাইক্রোফোনসহ
ক্যামেরার নকশা এমনভাবে করা
হয়েছে যা দিয়ে থ্রিডি মুভি অথবা
গেম সহজে বানানো যাবে। এই
ক্যামেরা দিয়ে বানানো মুভি
অথবা গেমগুলো ভার্চুয়াল
রিয়েলিটি হেডসেট দিয়ে উপভোগ
করা যাবে।

নকিয়া এখন টেলিকম সরঞ্জাম
তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করেছে।
আগামি বছরে নিত্য নতুন ডিজাইন ও

পরিকল্পনা সহ তারা ফোন জগতেও
দাপটের সাথে ফিরে আসার চেষ্টা
করবে।

2 thoughts on "নকিয়ার ৬০ হাজার ডলারের ভার্চুয়াল ক্যামেরা"

  1. Najmul Contributor says:
    আরে যে পোস্ট বেশি গুরুত্বপূন সেগুলো aprobe করেন । আর যে সব পোস্ট ।trickbd.com এ আছে তা বেশি গুরুত্বপূন নয়।

Leave a Reply