আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

স্যামসাং, আসুস এই সব ফোনে হাজার হাজার এ্যপ বিল্ট ইন থাকে। এগুলো মূলত System Apps.আবার বিভিন্ন রমে অনেক অপ্রয়োজনীয় এ্যপস থাকে যার কোনো দরকার হয় না। শুধু শুধু জায়গা দখল করে এবং ডিভাইস টি স্লো করে দেয়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে প্রথমেই রুট ইউজার হতে হবে। তারপর Link 2SD নামক একটি এপিকে নামাতে হবে।

Link 2SD ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Click Here To Download

যেভাবে সিস্টেম এ্যপস সমূহ আনইনষ্টল করবেন-

Link 2SD এ্যপটি ওপেন করুন।

রুট পারমিশন চাইবে, গ্রান্ট করুন। তারপর যে সিস্টেম এ্যপ টি আনইনষ্টল করতে চান সেটির উপর কিছু ক্ষন ট্যাপ করে রাখুন। তারপর অনেক গুলো অপশন পাবেন।

তারপর আনইনষ্টল এ ক্লিক করুন। তারপর আপনাকে ওয়ানিং দিবে, আপনি ওকে দিন।

আনইনষ্টল হয়ে গেলে ফোনটি রিস্টার্ট দিন। তারপর ফোনটি অন হলে ওই সিস্টেম এ্যপ টি আনইনষ্টল হয়ে যাবে।

বিদ্র: কিছু কিছু সিস্টেম এ্যপস আছে যেগুলো আনইনষ্টল করলে, হয় আপনার ডিভাইস ব্রিক করবে বা বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে পারে। তাই সিস্টেম এ্যপস আনইনষ্টল করার পূর্বে বুঝে শুনে আনইনষ্টল করুন।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর সাথেই থাকুন।

সৌজন্নে

One thought on "আনইনষ্টল করে ফেলুন আপনার এন্ড্রয়েড ডিভাইসের System Apps সমূহ।"

  1. RvNirob says:
    ★★★অফার★অফার★অফার★
    BTS এজেন্ট নিন, ফেইসবুক থেকে
    টাকা
    ইনকাম করুন ।
    BTS এজেন্ট মাত্র 100টাকা,
    আপনার
    এজেন্ট একাউন্টে থেকে অন্য
    কে যত
    খুসি তত
    এজেন্ট বানাতে পারবেন আর
    bts
    নাম্বার 0096xxxxxxxxx এরকম
    বানাতে
    পারবেন
    এই অফার সীমিত সময়ের জন্য ।
    Hotline: 01784132599
    &&&&&&****&&&&&&****&&&&&&

Leave a Reply