আজ আমি আপনাদের দেখাব
কীভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস এ
স্ক্রীনশট নিবেন । ২.৩ অ্যান্ড্রয়েড
ভার্সন এর নিচে যারা আছেন
তাদের জন্যও কয়েক টা ওয়ে আছে
তবে ২.৩ এর নিচের যারা এখনো
সেট রুট করেন নি তাদের জন্য
স্ক্রীনশট নেওয়া অনেক ভেজালের
ব্যাপার । তবে ৪.০ এর উপরে যারা
আছেন তাদের জন্য কোন অ্যাপ
লাগবে না । তারা খুব সহজেই
স্ক্রীনশট নিতে পারেন, কারণ
অ্যান্ড্রয়েড ৪.০ এর উপরের ভার্সন
গুলোতে স্ক্রীনশট সিস্টেম বিল্ট-
ইন ভাবে দেওয়া আছে এবং ৪.০ আপ
ভার্সন গুলো তে কোন কিছু এমনকি
রুট করা ও লাগবে না ।
যদিও অ্যান্ড্রয়েড ৪.০ আপ ভার্সন এর
ডিভাইস গুলো রুট করা হলে আপনি
ইচ্ছা করলে অ্যাপ দিয়ে ও
স্ক্রীনশট নিতে পারেন ।
যাইহোক, আর কথা না বাড়িয়ে,

আসল পয়েন্ট এ আসা যাকঃ

যেভাবে অ্যান্ড্রয়েড ৪.০ আপ ডিভাইস এ স্ক্রীনশট/screenshot নিবেনঃ

আপনাদের আগে বলেছি,
অ্যান্ড্রয়েড ৪.০ এর উপরের ভার্সন
গুলো তে স্ক্রীনশট সিস্টেম বিল্ট-
ইন ভাবে এড করা আছে । কিন্তু
আপনাকে জানতে ত হবে কীভাবে
কি করলে স্ক্রীনশট তুলবেন ? এটি
একদম সহজ, নিচের স্টেপ গুলো
ফলো করলেই আপনি খুব সহজেই
স্ক্রীনশট নিতে পারবেনঃ

  • আপনার ডিভাইস এর লক ওপেন করুন (যদি থাকে)
  • তারপরে আপনি যেই জায়গার স্ক্রীনশট নিবেন, ওখানে যান (যে কোন জায়গার স্ক্রীনশট নিতে পারবেন)
  • এবার, আপনার ডিভাইস এর Power button এবং volume – বাটন এক সঙ্গে চাপুন ।
  • যদি না উঠে তাহলে মনে করবেন, আপনি একত্রে বাটন দুইটি চাপতে পারেন নি, আবার চেষ্টা করে দেখব আমার তোলা একটা স্ক্রীনশট
  • দেখতে পারেন (আমি অ্যান্ড্রয়েড ৪.২.২ ভার্সন দিয়ে তুলেছি)

২.৩ এর নিচে নন-রুটেড দের জন্যঃ

২.৩ এর নিচের নন-রুটেড ব্যবহারকারী দের জন্য শুধু একটাই ওয়ে আছে স্ক্রীনশট নেওয়ার জন্য । এর জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপ ইন্সটল করতে হবে এবং পিসি লাগবে । স্ক্রীনশট তুলার সময়
আপনার ডিভাইস টি পিসির সাথে ডাটা কেবল এর সাহায্যে কানেক্ট করতে হবে । তাহলে সুরু করা যাক

  • প্রথমে No root it screenshotঅ্যাপ টি গুগল প্লে থেকে ইন্সটল করে নিতে হবে । (অ্যাপ টি পেইড গুগল এ সার্চ করে ফ্রী ডাউনলোড করতে পারেন)
  • তারপরে গুগল প্লে তে দেওয়া অ্যাপ টির বর্ণনার তে দেওয়া, স্টেপ গুলো ফলো করতে হবে ।

২.৩ এর নিচে রুটেড ব্যবহারকারীদের জন্যঃ

২.৩ এর নিচের ব্যবহারকারীদের মধ্য যারা সেট রুট করে ফেলছেন তাদের জন্য দুইটি সহজ উপায় আছে, প্রথমটি হয় কাস্টম রম ইন্সটল করা (যে কাস্টম রম গুলো তে স্ক্রীনশট সিস্টেম বিল্ট-ইন ভাবে এড করা আছে, সেগুলো) আর দ্বিতীয় টি হল অ্যাপ দিয়ে স্ক্রীনশট নেওয়া (এখানে পিসি এর সাথে কানেক্ট করতে হবে না ।

  • প্রথমে Screenshot UX অথবা Screenshot IT প্রয়োজনে google search করে download করেনিন তারপর এ দুইটি অ্যাপ এর মধ্যে যেকোন একটি আপনার ডিভাইস এ ইন্সটল করুন ।
  • এবার যেকোন একটি অ্যাপ দিয়ে স্ক্রীনশট ইচ্ছা মত তুলতে পারেন ।
  • অথবা যে কাস্টম রম গুলো তে স্ক্রীনশট বিল্ট-ইন ভাবে অ্যাড করা আছে, সেগুলো একটি ফ্ল্যাশ করে নিন (এমন একটি কাস্টম রম হচ্চে CyanogenMod)

ব্যতিক্রমঃ
উপরের নিয়ম অনুসারে আনেকগুলো মোবাইলে screenshot নেয়া গেলেও sumsung ফোনে কিছু ব্যতিক্রম পন্থা আছে।
তাহলে আর দেরী কিসের দেখেনিন

  • আপনার sumsung মোবাইলের power bottom + home bottom একসাথে চাপুন দেখবেন screenshot উঠে যাবে । না বুঝলে নিচের image টিতে লক্ষ্য করেন

আমরা সকলেই জানিযে মানুষ মাত্রই ভুল করে তাই আমার এই ছোট পোষ্ট এ যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

8 thoughts on "দেখেনিন যেভাবে android মোবাইল দিয়ে screenshot নিবেন"

  1. Raihan Author Post Creator says:
    #Nh.Rajib thanks you said old post. I know that but this post is only those who didnot know properly how to take screenshot in android phone. Anyway thanks for comment
  2. Safaeit Hossain Author says:
    I use Samsung Galaxy J2, the only way I can take screenshots is by pressing “Power Button & Home Button” simultaneously. Pressing “Power Button + Volume Button” shows no effect on my phone.
  3. Raihan Author Post Creator says:
    Thanks everyone for your valuable comments specially #Safaeit Hossain who inform me that sumsung phones does not support this tutorial’s system. So post is updated cheak it now.
  4. mamun hossen Contributor says:
    hello Vaiya videofx look Ke babea open Korbo plz bolo… …?

Leave a Reply