“ভাগ্যিস ৭১ এ ফেসবুক ছিল না”
১৯৭১ এ ফেসবুক থাকলে কি
হইতো? ভালো খারাপ অনেক কিছুই
হইতো। দেখি তার কিছু কাল্পনিক
নমুনা।
. ১. ২৫শে মার্চ কালো রাতে পাক
হানাদার বাহিনী বাংলার
নিরিহ মানুষ উপর হামলা করছে।
একটি লাইক একটি থাপ্পর, একটি
শেয়ার একটি লাথি।
. ২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
তার জন্য কয়টি লাইক??
.
৩. স্বাধীনতার ঘোষণা মেজর
জিয়াউর রহমান দিয়েছেন, কিন্তু কিছু মিথ্যুক সেলিব্রেটি সেটা
শেখ মুজিবের নামে প্রচার
চালাচ্ছে। শুধু লাইক বেশি হলেই
সত্য ঢেকে দেয়া যায় না…
.
৪. ফ্রেন্দ, আমি ফোর জি একতিভ গুবায়ের (জুবায়েরের টাক্লিশ
ভার্সন) তোমারা সবাই গানো
(জানো) দেশে গুদ্ধ শুরু হয়েছে।
গুদ্ধ শুধু অফলাইনে না অনলাইনেও
করতে হবে তাই আমার অনেক
একটিভ ফ্রেন্দ দরকার। সো প্লিজ এদ মেহ।
.
৫. এই যুদ্ধের ময়দানে এক ভাই
নামাজ আদায় করছেন।
সোবাহানাল্লাহ। তার জন্য
কয়টা লাইক? .
৬. উফফফ কিছু ভালো লাগেনা।
দেশে যে কি গ্যাঞ্জাম শুড়ু হলো
Frendzzz দেড় সাথে KFC তে
হ্যাং আউট কড়তে পাড়ছিনা,
বাহিড়ে কোথাও ঘুড়তে যেতে পাড়ছিনা, আমার বাবুটার সাথে
মিট কড়তে পাড়ছি না… আড়
ভাল্লাগে না!!
.

৭. আপনারা যারা যুদ্ধে যেতে
পারছেন না তারা চাইলে অনলাইনে বসেও যুদ্ধ করতে
পারেন। আমাদের অস্র কেনার
জন্য প্রচুর অর্থ দরকার। আপনারা
নিচের ইভেন্টে যোগ দিয়ে
বিকাশ নম্বরে অর্থ সাহায্য
করেও যুদ্ধে পরোক্ষ ভাবে অংশগ্রহন করতে পারেন।
.
৮. নিচের এই লিং টা এক
পাকিস্তানী মেজরের। সবাই
রিপোর্ট করুন। ফেসবুকে কোন
পাকিস্তানির আইডি রাখতে দেয়া যাবে না। (ততক্ষনে তার
বাসার দড়জায় আরেক
পাকিস্তানী মেজরে খট খটানি
শুরু কইরা দিছে)
.
৯. আধুনিকতার এই যুগে সবার হাতেই একটা করে মোবাইল থাকা
স্বাভাবিক। আবার দেশে যুদ্ধের
কারনে অনেকের আয় ইনকাম বন্ধ।
কিন্তু এই টাইমটা আপনি মোবাইল
দিয়ে ঘরে বসেই দিনে ৫০০
টাকা ইনকাম করতে পারেন। আপনি শুধু নিচের লিঙ্কটিতে
ঢুকুন। ওখানে কাজগুলো
যথাযথভাবে করলেই আপনি
পাবেন ৫০০ টার ফ্লেক্সিলোড!
.
১০. মসজিদ নামাজ পড়ার জায়গা, আর দেখুন কিছু মানুষ মসজিদে
আশ্রয় নিয়ে এটাকে বেডরুম
বানায়া ফেলছে। মুসলিম হয়ে
আরেক মুসলিম ভাই কে ভয়
পাওয়ার তো কিছু নাই, ভয় পেলে
আল্লাহকে পেতে হবে। সুতারাং এরা কেউ মুসলমান না, সব
নাস্তেক। এদের পুশি চাই।
.
১১. যুদ্ধ নিয়ে একটা গল্পের প্লট
মাথায় ঘুরছে, যে কোন সময় লিখে
ফেলতে পারি। পর্ব আকারে প্রকাশ করা হবে। যে যে ট্যাগ
পেতে চান কমেন্ট করুন।
.
১২. যশোরে কিছু মুক্তিযোদ্ধা
ভাইয়ের জন্য প্রচুর রক্ত
প্রয়োজন। A+, b+ O- … যোগাযোগের নম্বর ০১৯১*****
(যদি ফেবুক থাকতো তাইলে
ভালোর মধ্যে মনেহয় এই একটাই
হইতো)
.
১৩. পাক হানাদার বাহিনির ভয়ে সবাই সব কিছু ফেলে
পালাচ্ছে, কিন্তু এক জন দেখেন
তার গরুটি কে এই দূর্দিনে ফেলে
না রেখে সাথে করে নিয়ে
যাচ্ছে। তার জন্য একটি লাইক=
একটি সেলুট!! .
১৪. দেশে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।
শেয়ার করে সবাইকে জানিয়ে
দিন। এমন আরো লেটেস্ট নিউজ
পেতে আমাদের “রেডিও যুদ্ধ”
পেইজে লাইক করুন। .
১৫. যে ৯টি গুন থাকলে আপনি
ঘরে বসেই দেশ স্বাধীন করতে
পারবেন তা জানতে ক্লিক করুন
‘প্রিয় যুদ্ধ ডট কম’ এ।
. ১৬. “ধর্ষনের জন্য মেয়েরা
দায়ী, তারা হানাদার বাহিনীর
সামনে দিয়ে এভাবে বেপর্দায়
চলাফেলা করলে ধর্ষন তো হবেই”
.
১৭. আর সবচেয়ে বেশি যেটা থাকতো, “মুক্তিযোদ্ধাদের সাথে
সেলফি”/”নিহত পাক সদস্যের
লাশের পাশে সেলফি”/” ট্যাংক
এর কামানের আগায় বসে সেলফি
“সেলফি ইন যুদ্ধের ময়দান উইথ
ফরটি আদার্স পিপল ফিলিং এক্সাইটেড”
.
.
আসলেই ভাগ্যিস তখন ফেসবুক
ছিলো ন

9 thoughts on "“ভাগ্যিস ৭১ এ ফেসবুক ছিল না” ১৯৭১ এ ফেসবুক থাকলে কি হইতো?"

  1. FahimSadnan Contributor says:
    Ha ha onek moja paichi.
  2. Sajadul Islam Contributor says:
    Vai hasi dhore rakhte partasina….
  3. asmasagor Contributor says:
    hahahaha lol bro …..
  4. NoyonTrickBD Contributor Post Creator says:
    ok.bro
  5. HelalKhan Contributor says:
    ha,,,haa..ha..hii..hi
  6. Araf Author says:
    wWow moja to!….. 😀 😀 😀
  7. Raselahammed Author says:
    হা হা হা 🙂

Leave a Reply