অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক
বোতাম নষ্ট হয়ে যেতে পারে। তখন অনেক
সমস্যায় পড়তে হয়। যেমন: কারও ই-মেইল ঠিকানা
বা পাসওয়ার্ডে যদি a থাকে এবং কিবোর্ডের a
বাটনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি-বোর্ড
থেকে a লেখা যায় না। তখন অনেক সমস্যা হয়।


এর একটা সমাধান হলো কোথাও a লেখা থাকলে
সেখান থেকে a কপি করে এনে এখানে
পেস্ট করা বা কম্পিউটারের অন-িস্ক্রন কি-
বোর্ডটি ব্যবহার করে কাজ করা। কিন্তু এতে
অনেক সময় ব্যয় হয় এবং বিরক্ত তৈরি হয়। ছোট
একটি সফটওয়্যার ব্যবহার করে সহজেই সমস্যা
থেকে মুক্তি পাওয়া সম্ভব। শার্প-কি নামের এই
সফটওয়্যার ইনস্টল করে কি-বোর্ডের
বোতামগুলো পরিবর্তন করে ফেলা যায়। অর্থাৎ
এ প্রক্রিয়ায় কি-বোর্ডের a বোতাম যদি নষ্ট
হয়, আপনি ইচ্ছা করলে কি-বোর্ডের অন্য একটি
বোতামকে (যে বোতামটি সব সময় কাজে
লাগে না বা যে বোতাম কি-বোর্ডে একাধিক
আছে) a বাটনে রূপান্তর করতে পারেন।
শার্প-কি সফটওয়্যারটি ইনস্টল করে From key তে
কোন কি চেপে (যে কি-টি ভালো আছে) এবং
To kay তে নষ্ট কি-টি (নষ্ট কি যদি a হয় তাহলে
a) চেপে ওকে করুন। তাহলে অন্য কি-টি a কি-
তে রূপান্তরিত হবে। অর্থাৎ ওই কি-টি চেপে a
লেখা যাবে। ২৩ কিলোবাইটের শার্প-কি
সফটওয়্যারটি
http://goo.gl/sX14HZ
ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

4 thoughts on "কি-বোর্ডের বোতাম নষ্ট হয়ে গেলে কি করবেন"

  1. অচেনা পাখি Contributor says:
    Thx mama ….ami try korbo…
  2. অচেনা পাখি Contributor says:
    Acc vai ami pc bisoy a new

    Zeta 23 kb zip download dilam eta tu zip

    Eta open a click korlei hobe?

    Zip app open kore.kivabe?

    1. FP Rana Contributor says:
      Zip file ta te double click koren tarpore jodi kono sommoti cai jemon restic korte bole yes ba posetive sommoti diben,Den file ta ristrick hobe and eta PC er real program e rupantor hobe.tarpore program ti open kore kaj soro koren

Leave a Reply