আমি সেই ছোটকাল থেকে শুনি জীন ভুত এর কথা। আমি বিশ্বাস করতাম না। কারন আমি তো কখোন দেখি নি জীন কে। কিন্তু অনেকের মুখে সুনি জীন ভুত এর কথা। নানা রকম কাহিনি প্রচলিত আছে জীন কে নিয়ে। আর সব চেয়ে বড় কথা যে পবিত্র কোর-আন শরীফে জীন এর কথা উল্লেখ
আছে।
আগে আমারা বিটিভি তে প্রায় সবাই আলিফ লায়লা অনুস্টান টা দেখেছি। ওখানে মানুষ রুপি যে জীন গুলো আমরা দেখি আসলেই কি জীন দেখতে এমন? আমারো কৌতূহল ছিল।
আপনি কি কথোন ভেবে দেখেছেন আমাদের সাতেই থাকে। আশে পাশে ঘোরা ফেরা করে অথোচ আমরা এই জীন কে দেখতে পাই না।
মনে অনেক প্রশ্নও জাগে তারা কিভাবে থাকে। তারা কি খায় ?
জীন রা কিভাবে জীবন যাপন করে ?
মানুষের মতো সমাজ বাবস্তা আছে কি জীন দের মাঝে ? জীন রা কি আগুনের তৈরি। জীন রা যদি আগুনের ই তৈরি হয় তাহলে তাদের আকার আকৃতি কেমন দেখতে?
আর জীন রা মারা গেলে কি করা হয়।
নানা রকম প্রশ্ন জাগে মনের মধ্যে কিন্তু জিন কে নিয়ে তেমন কোন বই নেই।
যার কারনে এই অজানা বিসয় গুলো অনেকে জানে না। কিন্তু কোর- আর হাদিস তো আছে।
সেই কোর-আর এবং হাদিসের আলোকে লেখা একটি ইংলিশ বই “JIN-Nations-Extraordinary-History”
বইটির লেখক ঃআল্লামা জালালুদ্দিন সুয়ূতী (বহ:)
বইটির বাংলা অনুবাদ করে ঃ মোহম্মদ হাদীউজ্জামান
আমি ওনাকে ধন্যবাদ জানাবো এমন একটি বই বাংলা আনুবাদ করে আমাদের দেওয়ার জন্য।
বই টি তিন টি পার্ট এর। বই গুলোতে ক্লিক করে ডাউনলোড করুন।
1. ”JIN-Nations-Extraordinary-History-1″
2. ”JIN-Nations-Extraordinary-History-2″
3. ”JIN-Nations-Extraordinary-History-3″
** যদি আপনি পোস্টটি থেকে সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে আমার সাইটটি প্লিজ ভিজিট করুণ – BDprozukti.Tk