আনুষ্ঠানিকভাবে
শুরু হলো ফেসবুকে মহান বিজয় দিবস
উদযাপন কার্যক্রম।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআপি
লাউঞ্জে এ কার্যক্রমের উদ্বোধন
করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি
বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

‘আসুন রাঙি বিজয়ের রঙে’ শিরোনামে
মহান বিজয়ের মাসে জাতীয় পতাকা দিয়ে
ফেসবুকের প্রোফাইল পিকচার করার
জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন
ডেভেলপ করা হয়েছে। https://
bijoy71.net/ এই ঠিকানায় গিয়ে
‘প্রোফাইল ছবি পরিবর্তন করুন’ বাটনে
ক্লিক করে জাতীয় পতাকাসহ প্রোফাইল
ছবি পরিবর্তন করা যাবে।


শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম
চলবে পুরো ডিসেম্বর মাস জুড়ে। এটা
যে কেউ ব্যবহার করতে পারবে। এ
কর্মসূচিতে ১০ লাখ মানুষের প্রোফাইল
পিকচার পরিবর্তন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ
করা হয়েছে। তবে এই লক্ষ্যমাত্রা
ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত
করেছে আয়োজক কর্তৃপক্ষ।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিভাগের সহায়তায় স্থানীয় অ্যাপস নির্মাতা
প্রতিষ্ঠান ইজি টেকনোলজি লিমিটেড এই
ইভেন্ট পরিচালনা করবে।

Leave a Reply