১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বর রাত ২টা১৫মিনিট। বরিশালের শনিরচর গ্রাম, যামুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের অধীন।পাঁচজনের কমান্ডো দলের প্রত্যেকের মুখেকালো কালি মাখা। দুজনের হাতে লাইটমেশিনগান, একজনের হাতে একটা হেভিমেশিনগান, আর বাকি দুজনের কাছেস্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল। প্রত্যেকেরবেল্টেই তিনটি করে গ্রেনেড। গ্রেনেডদামি জিনিস, তাই সাবধানে খরচ করতে হয়।নেহাত দায়ে না পড়লে ব্যবহার করার অনুমতিনেই। কবির, বদি, সজল, তাপস আর শামসুকমান্ডো বাহিনীর পাঁচজনের নাম হলেওমিশনে এক অন্যকে স্পেসিফিক কল সাইনধরে ডাকতে হয়। কমান্ডো লিডার শামসু, তারনামেই বাহিনীর লোকমুখে নাম শামসুবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীরবাঙালি অফিসার শামসুল আলম, সাধারণশ্রমিক কবির মিয়া, মেডিকেল শিক্ষার্থীতাপস মৈত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থী সজল ওরফে মাহবুব চৌধুরী, ইস্টপাকিস্তান ইউনিভার্সিটি অবইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিরমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরশিক্ষার্থী বদিউজ্জামান ওরফে বদি।মধুমতীর পাশে শনিরচর গ্রামে একটা স্কুলেথাকা পাকিস্তানি আর্মির ক্যাম্প তাদেরদখল করে নিতে হবে। যাতে বরিশালেমুক্তিবাহিনীর পেনিট্রেট করার পথপরিষ্কার হয়ে যায়। ফলে ডাক পড়েছে‘শামসু বাহিনীর’।এমন গল্প নিয়েই বাংলাদেশ প্রকৌশলবিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়েরএকদল শিক্ষার্থী তৈরি করেছেন ‘হিরোজঅব ৭১’ নামের একটি গেমস। পোর্টব্লিসগেমস নামের প্রতিষ্ঠান থেকেনির্মাতাদের তৈরি এটিই প্রথমমুক্তিযুদ্ধবিষয়ক গেমস। প্রতিষ্ঠানের প্রকল্পব্যবস্থাপক ও ডেভেলপমেন্ট প্রধানমাশামুস্তাকিম গতকাল সোমবার প্রথম আলো কেবলেন, ‘আমরা অনেক দিন ধরেই ফ্রিল্যান্সআউটসোর্সিংয়ে গেম তৈরির কাজ করছি।তবে এবারই প্রথম মুক্তিযুদ্ধের আবহ নিয়েআমরা হিরোজ অব ৭১ গেমটি তৈরি করলাম।’আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেগেমটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলেওজানান তিনি। গেমটিতে মুক্তিযোদ্ধাদেরচরিত্রেই খেলতে পারবেন গেমাররা। গল্পেরআবহে তৈরি গেমটি গুগল অ্যান্ড্রয়েড প্লেস্টোরে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যেইগেমটির আইওএস সংস্করণও চালু হবে বলেজানিয়েছেন নির্মাতারা। পুরো গেমটিরগল্প লিখেছেন ওমর রশিদ চৌধুরী। এছাড়াডেভেলপমেন্ট এবং অন্যান্য কাজে ছিলেনরকিবুল আলম, আরিফুর রহমান, অপ্রতিম কুমারচক্রবর্তী, অভিক চৌধুরী, আবদুল জাওয়াদ,পাপনজিৎ দে, রেহাব উদ্দিন, তপেশচক্রবর্তী ও প্রিয়ম মজুমদার। গেমসটি আগামীকাল থেকে গুগল প্লে স্টোরে https://goo.gl/xSfQor ঠিকানায় পাওয়া যাবে।

My Site: TipsNice.TK

9 thoughts on "আগামীকাল  আসছে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে Android গেম"

  1. shahi Contributor says:
    koto tuku ram lagbe?
  2. Jahid Hasan Contributor says:
    Post pending mane ki…
    1. Fahim Contributor Post Creator says:
      mana apnar kora post ta jhulia aca
    2. Jahid Hasan Contributor says:
      Keno?
    3. Fahim Contributor Post Creator says:
      কারণ আপনি টিউনার না।
    4. Jahid Hasan Contributor says:
      Tuner er jonno ki korte hobe……..
  3. Bdabulbasher Contributor says:
    vai kew game ta download kore tarpor highly compressed kore upload kore sei link ta diben.please..akhan na jokhan playstore e asbe tokhan.
  4. Fahim Contributor Post Creator says:
    সবাইকে ধন্যবাদ।

Leave a Reply