অনেক দিন থেকেই ভাবছিলাম ল্যাপটপে শাটার নামানোর পরে যেভাবে ল্যাপটপ স্লিপ মোডে চলে যায় ঠিক তেমন কোন সুবিধা যদি অ্যান্ড্রয়েড ফোনে থাকতো যার সাহায্যে আমরা ফ্লিপ কভার নামানোর সাথে সাথে অ্যান্ড্রয়েড Phone স্লিপ মোডে চলে যাবে এবং কভার খোলার সাথে সাথে ফোন জেগে উঠবে তাহলে আমাদের ফোনের পাওয়ার বাটন গুলো দীর্ঘদিন ভালো থাকবে এবং আমাদের কাজও আরো সহজ হবে। অনেক খুঁজাখুঁজি করার পর অবশেষে একটা এপস পেলাম যার সাহায্যে আমরা এই সুবিধাটুকু পাবো। এই এপসটির নাম Smart Cover.
এই এপসটি চালানোর জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে অবশ্যই Proximity Sensor থাকতে হবে। নিচের ছবি দেখে নিশ্চিত হয়ে নিন।
Click Here To Download
যদি ডাউনলোড শেষ করে থাকেন তাহরে ইনস্টল করুন এবং ওপেন করুন। তারপর নিচের মতো করে সেটিং করুন। আশা করি ব্যবহার সবাই বুঝতে পারবেন।