সবাই জানেন যে অ্যান্ড্রয়েডের নতুন ভারসান অ্যান্ড্রয়েড ললিপপ রিলিজ হয়েছে।

কিন্ত অনেকেই জানেন না যে এতে কি কি আপডেট হয়েছে।

তবে আমিও এখন অ্যান্ড্রয়েড ৫.০ বা অ্যান্ড্রয়েড ললিপপ সম্পর্কে সমস্ত কিছু বলতে পারব না, কারন সেটা সম্ভবও না।

মোটামুটি সাধারন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি।

Android Lollipop

ব্যাটারি

ব্যাটারি প্রবলেম হল স্মার্টফোন এর জন্যে প্রধান প্রবলেম বলে আমি মনে করি।

আর ললিপপ এ এই প্রবলেম এর খুব ভালো একটি সলিউশান দেয়া হয়েছে।

আপনি কোন ডিভাইস ইউজ করছেন তা ব্যাপার না কারন যেকোন ডিভাইস এর জন্যে ব্যাটারি অপটিমাইজেশন এর জন্যে রয়েছে ফিচার এই ললিপপে।

ললিপপ এর মেইন ফিচার এই ব্যাটারি অপটিমাইজেশন।

স্যামসাঙ এস ৫ এর মত LucidLogix টেকনোলোজি তে আলট্রা সুপার মুড এ ব্যাটারি অপটিমাইজেশন করা হবে আপনার ডিভাইস ও যদি ললিপপ এ আপডেট পায় সুতরাং চারজিং এবং ব্যাটারি নিয়ে ভাবনা একটু হলেও কমবে।

ক্যামেরা

ব্যাটারির পর বেশি জোর দেয়া হয়েছে ক্যামেরা তে।

নতুন এই ললিপপ এর ক্যামেরা তে থাকছে এমন কিছু ফিচার যা কিনা আপনাকে থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ ইউজ করা থেকে দূরে রাখবে।

নরমালি ডিফল্ট ক্যামেরা ছবির কোয়ালিটিকে কমপ্রেস করে ফেলে তবে ললিপপ এ আপনি ছবি তুলবেন DSLR স্টাইলে।

এমনকি আপনি আপনার ছবিটি এডিটিং এর জন্যে RAW ডাটা এক্সপোর্ট করতে পারবেন ।

এছাড়াও ক্যামেরা ইন্টারফেস এ আনা হয়েছে কিছুটা ভিন্নতা এবং এড করা হয়েছে আরও কিছু ছোট ছোট ফিচার।

প্রধান কথা ললিপপের ক্যামেরা অ্যাপটি আপনার ভালো লাগবে আশা করি।

Lollipop tab

যমজ ললিপপ তৈরি

এটি একটি অসাধারণ ফিচার।

ধরুন আপনি একটি নতুন এন্ড্রয়েড ডিভাইস কিনলেন।

এখন আমার মত আপনিও পুরাতন ডিভাইস এর অ্যাপ,ডাটা ইত্যাদি ফাইল গুলো নতুন ডিভাইস এ কপি করতে হবে।

এখানেই একটা ঝামেলা!

তবে নতুন এই ভার্সন এ এই নিয়ে আপনাকে ভাবতে হবেনা।

আপনাকে যা করতে হবে, নতুন এবং পুরাতন মোবাইলটি নিচের ছবির মত কিংবা পাশাপাশি একসাথে রেখে দিবেন আর এই ফিচারটি অটো সব কপি করে নিবে নতুন ফোন এ!

কি, মজার ফিচার না!

সিকুরিটি

নতুন এই ভার্সন এ দেয়া হয়েছে ডাবল লেয়ার সিকিউরিটি!

এই ব্যাপারে স্যামসাঙ অনেকটা হেল্প করেছে কারন স্যামসাঙ গুগল কে ডোনেইট করেছে Knox সিকিউরিটি নামক একটি সিকিউরিটি প্লাটফর্ম যা কিনা গুগল তাদের এই ভার্সন এ ইনক্লুড করে দিয়েছে।

এই সিকিরিটি সিস্টেম এর মাধ্যমে আপনি আপনার একই ফোন কে ওয়ার্ক এবং পার্সোনাল দুইটি মুড এ ইউজ করতে পারবেন।

এটি হল Knox এর প্রধান ফিচার! এছাড়াও নরমাল সিকিরিটি সিস্টেম এ আনা হয়েছে আরো পরিবর্তন।

রুট

রুট সম্পর্কে অনেক কথা বলতে হয়।

কিন্তু আজ আর সেসব সম্পর্কে বলা হবে না।

যদি কারোর জানতে ইচ্ছা করে, যোগাযোগ করবেন।

একটা আস্ত টিউটোরিয়াল লিখতে হবে এই রুট সম্পর্কে।

এবার প্রধান কোথায়,

অনেকে রুট করা নিয়ে প্রবলেম এ পড়েন তা আর পড়তে হবেনা।

সিকিউরিটি এবং আরও কিছু বেপার মজবুত করার জন্যে ললিপপ এর রুটিং সিস্টেম অনেক জটিল করে দেয়া হয়েছে।

সকল ডিভাইস রুট করতে অনেক কষ্ট হবে এমনকি রুট নাও করা জেতে পারে।

তবে ভয় নেই, রুট ছাড়াও অনেক কাস্টমাইজেশন অনেক সহজ করে দেয়া হয়েছে এই ভার্সন এ ।

তবে যতই বলুক না কেন, লিনাক্স মানেই ইচ্ছামত যা ইচ্ছা করো, আর এই ভার্সন এর ডেভেলপার প্রিভিউ ইতিমধ্যে রুট করতে সক্ষম হয়েছে ডেভেলপারগন।

আজ এখানেই শেষ করছি।

এখনো কিছুই বলা হয়নি, তবুও আর লিখতে ইচ্ছা করছে না।

9 thoughts on "অ্যান্ড্রয়েড ললিপপ সম্পর্কে কিছু কথা"

  1. mehediz Contributor says:
    thank you……. for inf!
  2. ARIEN Contributor says:
    vai apnar namber ta din……..
    1. Sheikh Rasel Author Post Creator says:
      ke korben
  3. Pranto Author says:
    Lolipop রিলিজ হইসে শতাব্দি আগে.. ??
  4. sourav mondal Contributor says:
    ভাই ম্যাসমমার্ল ৬.০ এর কথা বলেন
  5. Sheikh Rasel Author Post Creator says:
    welcome
  6. ARIEN Contributor says:
    khota bolbo…..

Leave a Reply