যেহেতু এখন অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ তাই অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়েই বেশি টিউটোরিয়াল করি।
তাছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এত্ত অ্যাপ্স আর গেম আছে যা সবার চাহিদাকে পুরন করতে পারে।
আপনি যে ধরনের অ্যাপ খুজবেন ঠিক সেরকমই পাবেন।
আপনার মনের মত সব অ্যাপ অনেক অনেক রয়েছে গুগল প্লেস্টোরে।
তাছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা খুব সুন্দর হয়।
আর কে না চায় ফটো তুলতে!
অনেক সময় আমরা ভিডিও ক্যামেরা করি,
যেমন আমরা কোন বিয়ে বাড়িতে ভিডিও ক্যামেরা করছি,
আবার তার মধ্যেও ছবি তোলার দরকার।
ছবি তোলার পর আবার ভিডিও ক্যামেরা চালু করতে হয়।
তার ফলে বেশ কিছুটা মুহূর্ত আমরা ভিডিও তে তুলতে পারিনা।
এই রকম সমস্যার মধ্যে পড়লে আপনার মনও খারাপ হয়ে যাবে।
তাই আজ আপনাদের এমন একটি ক্যামেরা অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব,
যার দ্বারা আপনি ভিডিও ক্যামেরা করার সাথে সাথে ছবিও তুলতে পারবেন।
আর কোনও শট বাদ পড়বে না।
Google Camera App
* যা যা প্রয়োজন হবে…
১) অ্যান্ড্রয়েড কীটক্যাট ৪.৪ বা তার উপরের ভারসানে সাপোর্ট করবে।
২) ট্যাবলেট এবং মোবাইলে সাপোর্ট করবে।
আর কিছু কিছু স্পেশাল ফিচারের জন্য স্পেশাল কিছু প্রয়োজন হবে, কিন্তু সেগুলো না থাকলেও কোন খতি নেই।
এবার সাধারণ অ্যাপ্সের মত ইন্সটল করে মজা নিন এই অ্যাপের।
আজ আসি, ভাল থাকবেন…