আসসালামু আলাইকুম ।
আশা করি সবাই ভালো আছেন ।
আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে ১০০ এর বেশি ওয়েবসাইট থেকে ভিডিও বা অডিও ডাউনলোড করতে পারবেন ।
অপারেটিং সিস্টেম নিয়ে চিন্তা করার কারণ নেই,
কারণ এই সফটওয়ার Windows, Linux বা Mac এ ইন্সটল করতে পারবেন ।
এর কি কি ফিচার আছে সেগুলো আগে দেখে নেইঃ
১। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার তাই সম্পুর্ন ফ্রি এবং ইন্সটল করাও সেইফ ।
২। Youtube, Facebook, Tiktok, Twitch, Twitter, Instagram সহ ১০০ এর বেশি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন ।
৩। ভিডিও গুলো বিভিন্ন রেজুলেশন ডাউনলোড করতে পারবেন ।
৪। ভিডিও না চাইলে অডিও বিভিন্ন রেজুলেশনে ডাউনলোড করতে পারবেন ।
৫। ভিডিও বা অডিও থেকে ৮ টি ফরমেটে অডিও তে কনভার্ট করতে পারবেন ।
৬। Youtube এর প্লেলিস্ট ডাউনলোড করতে পারবেন ।
৭। প্লেলিস্টের ভিডিও বিভিন্ন রেজুলেশনে ডাউনলোড করতে পারবেন ।
৮। লিন্যাক্স ব্যাবহার করলে এর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে পারবেন ।
ডাউনলোড লিঙ্কঃ
প্রথমে এই লিংকে যাবেন
Windows এর জন্য exe, msi বা Chocolatey থেকে ডাউনলোড করে নিবেন ।
লিন্যাক্স এর জন্য Snap Store, Flathub, AppImage বা Arch Repository থেকে ডাউনলোড করতে পারবেন ।
আর ম্যাক হলে Dmg ফাইল ডাউনলোড করে নিবেন ।
আপনি যদি ডেভেলোপার হয়ে থাকেন তাহলে এই সফটওয়্যার এর সোর্স কোড নিয়ে এই পেইড ভার্সন তৈরি করতে পারবেন । ডকুমেন্টেশন এর Github এ পেয়ে যাবেন ।
এই সফটওয়্যার টি আমি গত ২ বছর থেকে ব্যাবহার করছি কোন ঝামেলা ছাড়া । তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি ।
সবাইকে ধন্যবাদ ।
প্রথম পাবলিশ হয়েছে ট্রিকজোন এ
8 thoughts on "পিসিতে ১০০ এর বেশি Website থেকে ভিডিও/অডিও ডাউনলোড করুন একটি ফ্রি সফটওয়্যার দিয়ে ।"