আখেরি জামানা ও কিয়ামত
স্মর্পকে হযরত নবী করিম (সা:) এর
ভবিষ্যৎ বানী
সমাজের নেতাগন সর্বসাধারণের
মালামাল আত্বসাৎ করবে।
মানুস আমানতের মাল লুটের
মালের
ন্যায় মনে করিব।
জুলুম মনে করিয়া লোকেরা
যাকাত
দেওয়া বন্ধ করিব।
সন্তান পিতা-মাতা কে কষ্ট
দিবে
ও তাদের যন্তে উদাসীন থকিবে।
আত্বীয়কে বর্জন করিয়া দূরবর্তীকে
আত্বীয় মনে করিবে।
করিব।
অত্যাচারের ভয়ে মানুষ মানুষকে
সম্মান দেখাইবে।
মসজিদে মধ্যে উচ্চবাচ্য ও বাজে
কতা চলিবে।
গায়িকাগন প্রকাশ্যে মজলিসে
নাচ-গান করিবে।
নতুন নতুন বাদ্যযন্ত আবিষ্কার হইবে।
নেশার দ্রব্য হালাল দ্রব্যের ন্যায়
নিংসকোচে ব্যবহৃত হইবে।
নতুন নতুন আলেমগন পূর্বকালের
মোহাদ্দেছ ও ফকীহ গনকে নির্বোধ
বলিবে।
পরুষগন স্ত্রীলোকের ingite চলিব।
অর্ধ উপার্জনের জন্য দীনি-এলেম
Sikkha করিবে।
নিত্য নতুন বিপত-আপত ও
বালামুছিবত
আসিবে।
থাকিবে
নতুনতুন ব্যাধি দেখা দিবে।
মানুষ দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট
হইবে।
দ্বীনে ইলেম লোপ পাইবে।(এলেম
থকিবে কিন্তু আমল উঠিয়া যাইবে)
সবাকে পুষ্ট টি শিয়ার করার অনুরুদ
রইল কপি পেষ্ট করে হলেউ।
5 thoughts on "আখেরি জামানা ও কিয়ামত স্মর্পকে হযরত নবী করিম (সা:) এর ভবিষ্যৎ বানী"