জন্মের পর থেকেই নেওয়া
প্রতিটি নিঃশ্বাসের
মাধ্যমে যে জিনিসটি
নিজের উপস্থিতি
আমাদের জীবনে
প্রবলভাবে জানান দিয়ে যায়, সে হচ্ছে
গাছ। গাছ ছাড়া আমরা
একরকম অচলই বলতে
গেলে। শুধু আমরা নয়,
আমাদের এই পৃথিবীর
জীবনও নির্ভর করে রয়েছে গাছের ওপর।
খুব ছোটবেলা থেকে
তাই মানুষ আর কিছু
জানুক বা না জানুক,
গাছকে খুব
ভালোভাবেই জানে। সেই জানতে পারা
থেকে বাদ নেই
আপনিও। কিন্তু এমন
কোন গাছের কথা কি
শুনেছেন যেটা মৃত্যুকে
হারিয়ে দিয়ে টিকে রয়েছে পৃথিবীতে? শত
ঝড়-ঝঞ্জাও টলাতে
পারেনি যাকে, উপড়ে
ফেলতে পারেনি
পৃথিবীর বুক থেকে? আর
এমনই এক গাছ হচ্ছে “দ্যা ট্রি অব লাইফ”। ভাবছেন, এত নাম
থাকতে “ট্রি অব লাইফ”
কেন দেওয়া হল
গাছটির নাম? না,
এমনিতে এর কোন নাম
নেই। নির্দিষ্ট একটা উচ্চতা পেরিয়ে গেলে
গাছকে নামে সিটকা
স্প্রাচ ডাকা হয়। আরো
অনেকের সাথে সাথে
ট্রি অব লাইফও
উচ্চতায় ৭০ মিটার আর প্রস্থে ৩ মিটার
সিটকা স্প্রাচ
প্রজাতির একটি গাছ।
কিন্তু বর্তমানে নয়,
বরং দ্যা ট্রি অব লাইফ বা জীবনের গাছ
নামেই বেশি পরিচিত
এটি। আর এর এমন
পরিচিতির কারণ আর
কিছু নয়, জীবনের প্রতি
প্রচন্ড ভালোবাসা।কী হতে পারত এর পরের
গল্পটা? কী হওয়া উচিত
ছিল? কোনটা শুনলে
স্বাভাবিক লাগবে
আপনার? নিশ্চয়ই
গাছটির মৃত্যু! বাস্তবে মাটি ছাড়া নিজের
অংশে এত বড় একটা
গুহাকে জায়গা করে
দিয়ে বেঁচে থাকাটা
একপ্রকার অসম্ভবই
কোন গাছের পক্ষে। কিন্তু ট্রি অব লাইফের
ক্ষেত্রে সেটা হয়নি।
হঠাৎ করে যখন
মানুষের চোখে পড়েছে
অদ্ভুত অবস্থানে
দাঁড়িয়ে থাকা শিকড়সহ মাটির উপরে
জায়গা করে নেওয়া
গাছটির দিকে, সবাই-ই
অবাক হয়েছে। নাম
দিয়েছে গাছটির ট্রি
অব লাইফ নামে আর অপেক্ষা করেছে কবে
একেবারেই মারা যায়
এটি। কিন্তু না! একে একে
যুগের পর যুগ পেরিয়ে
গিয়েছে। কিন্তু মৃত্যু
হয়নি গাছটির। প্রতি
বছর সবাইকে আরো
একটি অবাক হওয়ার সুযোগ দিয়ে ঠিকই নতুন
করে পাতার জন্ম
দিচ্ছে এটি। দিচ্ছে
আর সব সাধারন গাছের
জীবনের ছোঁয়া। ওয়াশিংটনের
কালালোচে অবস্থিত
অলিম্পিক ন্যাশনাল
পার্কের ভেতরেই
অবস্থান করছে
বর্তমানে ট্রি অব লাইফ গাছটি
( ওডিটাইসেন্ট্রাল ) । সেখানে একে
রানওয়ে ট্রি বলেও
ডাকা হয় মাঝে মাঝে
এর নীচের গুহাটিকে
ডাকা হয় ট্রি রুট কেভ
নামে। ইচ্ছে হলেই দেখে আসতে পারেন।
এমনিতেও পৃথিবীর
অন্যতম আশ্চর্যময় এই
গাছটিকে নিয়ে
মানুষের আগ্রহের শেষ
নেই। প্রতি বছরই একে দেখতে যায় হাজার
হাজার মানুষ আর
অপেক্ষা করে থাকে
গাছটির মৃত্যুর। তবে
তাতে দুঃশ্চিন্তার
কিছু নেই। সম্ভবত, আরো অনেকের মতন
আপনাকেও নিজের
জীবনের ছোঁয়া পাওয়া
থেকে ফিরিয়ে দেবে
না ট্রি অব লাইফ। তবে কেবল এই একটি
গাছই নয়, জীবনের গাছ
নামে পরিচিত আছে