[Root][Xposed] Direct Apk installer – এবার কোনো এপ ইনস্টল করতে বারবার Next চাপতে হবে না। by Riadrox
Introduction
হ্যাঁ এটা ঠিক যে ফোনের পারমিশন গুলোকে না মেনে কোনো এপ ইনস্টল করা যায় না।
,
,
,
,
,
,
কিন্তু তার জন্য এত বার Next চাপার কোনো প্রশ্নই আসে না।
,
,
,
,
,
,
এটা বড় সমস্যা যখন আপনি বড় কোনো গেমস বা এপ ইনস্টল দিচ্ছেন বা একের পর এক এপ ইনস্টল দিতে চাচ্ছেন।
,
,
,
,
আর এই সমস্যার সমাধান নিয়ে আমি হাজির হলাম নতুন এক্সপোজড মডুল নিয়ে।
যা যা লাগবে
# Direct Apk installer (300Kb)
কার্যপদ্ধতি
## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।
## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।
## এবার Reboot চাইবে। Cancel করুন।
## এখন Direct Apk Installer ইনস্টল করুন।
## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং Direct Apk Installer তে টিক দিন।
## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।
## রিবুট হলে কাজ শেষ।
## এবার কোনো এপ ইনস্টল দিয়ে দেখুন মজা।
## আবার আগের অবস্থায় যেতে Direct Apk Installer – Uninstall করুন।
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox
আপনার পোষ্ট কার্যকর থাকে।।