আসসালামু আলাইকুম…
সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এটি আমার ৪ নং টিউন। ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনাদের দোয়া এবং অনুপ্রেরণা পেলে আমি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারব। ইনশাল্লাহ।
অনেক কথা বললাম চলুন এবার টিউনে যাওয়া যাক।
আমার টিউনের শিরোনাম দেখে আপনার হয়ত এতক্ষনে বুঝে গেছেন যে, আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি।
আমরা সবাই কম বেশি মেমোরি কার্ড/পেন ড্রাইভ এর সাথে পরিচিত। আমরা এগুলোতে অনেক কিছু সংরক্ষন করে রাখি। কিন্তু দেখা যায়।
হঠাত করে এই মেমোরি কার্ড/পেন ড্রাইভ কাজ করা বন্ধ করে দেয়। তখন আমরা এটাকে ঠিক করা চেষ্টা না করে। ফেলে দেয়। আমিও অনেক মেমোরি ফেলে দিয়েছি।
কিন্তু আমি আজ আপনাদের এমন একটি সফটওয়্যার সাথে পরিচয় করিয়ে দেবো যেটা দিয়ে আপনার আপনাদের মেমোরি কার্ড/পেন ড্রাইভ গুলো ঠিক করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।।
ডাউনলোড হয়ে গেলে। ফাইল ডাউনলোড করার পর র্যার বা জিপ আকারে থাকবে। এটিকে আগে আনজিপ করে নিন।
এখন সফটওয়্যারটি সেটআপ দিন…
তারপর মেমোরি ঢুকান সফটওয়্যাটি Open করুন।
তারপর আপনার মেমোরি সিলেক্ট করে NTFS সিলেক্ট করুন। তারপর Quick Format সিলেক্ট করুন।
তারপর Start বাটন ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন কাজ হয়ে গেছে।
যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্ট করতে পারেন। আর যদি কাজ না করে তাহলে নিজগুণে ক্ষমা করবেন।
টিউনে কোন প্রকার ভুল থাকলে আবারো আপনাদের নিকট ক্ষমা চাইছি।
ধন্যবাদ।
3 thoughts on "মেমোরি কার্ড/পেন ড্রাইভ নষ্ট হয়ে গেছে|| ফেলে দেবার আগে একবার দেখে নিন আপনার কাজে লাগতে পারে।।"