.
চা খাওয়ার পর সবাই টি-ব্যাগ ফেলে দেন। কিন্তু এটা মোটেও ফেলে দেওয়ার জিনিস না। রূপচর্চা থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করতে পারেন এটি।

[bg=red]জেনে নিন টি-ব্যাগের নানা উপকারিতা—[/bg]

চোখঃ ফেলে দেওয়া টি-ব্যাগ চোখের উপর রাখুন। চায়ের মধ্যে থাকা ট্যানিন চোখ ঠাণ্ডা করে। ফ্রিজে রাখা টি-ব্যাগ চোখে চাপা দিয়ে রাখলে এটি মাথা ব্যথা কমাতেও সাহায্য করবে।

দাঁতঃদাঁতের অসহ্য যন্ত্রণা কিংবা মাড়ির রক্তপাত কমাতে ব্যবহার করতে পারেন টি-ব্যাগ। ব্যথা বেশি হলে অবশ্যই ডেনটিস্টের কাছে যাবেন। তবে সাময়িক যন্ত্রণা উপশমে সাহায্য করবে ঠাণ্ডা টি-ব্যাগ।

রোদে পোড়া ত্বকঃরোডে পোড়া ত্বকের জ্বালা কমাতে সাহায্য করবে টি-ব্যাগ। গ্রিন টি-ব্যাগ বিশেষ করে রোদ থেকে হওয়া ত্বকের ক্ষতি রুখতে সাহায্য করে। ঠাণ্ডা গ্রিন টি-ব্যাগ ৩০ মিনিট পোড়া ত্বকে চেপে রাখুন। নিয়মিত করলে পোড়া ভাব কমবে, জ্বলা কমবে ও ত্বকের ক্ষতিও কমবে।

পোকার কামড়ঃ
পোকার কামড় থেকে হওয়া ক্ষত, র‌্যাশ, চুলকুনি কমাতে সাহায্য করবে টি-ব্যাগ।

কাটা ও ক্ষত অংশে : কাট অংশে ঠাণ্ডা টি-ব্যাগ চেপে ধরুন। রক্তপাত বন্ধ হবে তাড়াতাড়ি।

ফেস টোনঃ
টি-ব্যাগ ন্যাচরাল টোনার হিসেবে খুব ভালো কাজ করে। ব্যবহার করে দেখতে পারেন।
.
সবার প্রথমে এই পোস্টটি এখানে শেয়ার হয়ে ছিল
.
.
নতুন নতুন টিপস পেতে সময় পেলে ঘুরে আসবেন
.
.
LikeSmsBD.Ga
.

Leave a Reply