ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, অস্থিতিশীল শেয়ারবাজার, পড়ে যাওয়া তেলের দাম আর ডলার শক্তিশালী হয়ে ওঠায় বিশ্বে সম্পদশালীদের তালিকায় বিশেষ রদবদল ঘটে গেছে। তবে এই রদবদলে কোন পরিবর্তন হয়নি শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটসের।
ফোর্বস সাময়িকীতে প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় পরপর তিন বছর শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। আর বিশ্বের ধনী ব্যক্তিদের নিয়ে করা ৩০তম তালিকায় মোট ১ হাজার ৮১০ জন বিলিয়নিয়ার স্থান পেয়েছেন, যা গত বছরে ছিল ১ হাজার ৮২৬ জন। গত বছরের চেয়ে এ বছর শীর্ষ ধনীদের মোট সম্পদের পরিমাণও কমতে দেখা গেছে।
বিশ্বের শীর্ষ ১০ ধনীর নাম ও সম্পদের পরিমাণ
- তালিকার শীর্ষে আছেন বিল গেটস। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৬৫। মার্কিন নাগরিক। প্রতিষ্ঠানের নাম মাইক্রোসফট।
- দ্বিতীয় স্থানে এমানসিও ওর্তেগা। সম্পদের পরিমাণ ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৭৯। প্রতিষ্ঠানের নাম জারা। স্পেনের নাগরিক।
- তৃতীয় স্থানে ওয়ারেন বাফেট। সম্পদের পরিমাণ ৬০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৮৫। প্রতিষ্ঠানের নাম বার্কশায়ার হ্যাথওয়ে। যুক্তরাষ্ট্রের নাগরিক।
- চতুর্থ স্থানে কার্লোস স্লিম হেলু। সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৭৬। টেলিকম খাতের ব্যবসা। মেক্সিকোর নাগরিক।
- পঞ্চম স্থানে জেফ বেজোস। সম্পদের পরিমাণ ৪৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৫২। প্রতিষ্ঠানের নাম আমাজন। যুক্তরাষ্ট্রের নাগরিক।
- ষষ্ঠ স্থান দখল করেছেন মার্ক জাকারবার্গ। সম্পদের পরিমাণ ৪৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৩১। প্রতিষ্ঠানের নাম ফেসবুক। যুক্তরাষ্ট্রের নাগরিক।
- সপ্তম স্থানে ল্যারি অ্যালিসন। সম্পদের পরিমাণ ৪৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৭১। প্রতিষ্ঠানের নাম ওরাকল। যুক্তরাষ্ট্রের নাগরিক।
- অষ্টম স্থানে মাইকেল ব্লুমবার্গ। সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন মার্কিন ডলার। বয়স ৭৪। প্রতিষ্ঠানের নাম ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রের নাগরিক।
- ৩৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে একই অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের দুই ব্যবসায়ী চার্লস কোচ ও ডেভিড কোচ।
ছবি এএফপি