বলা হয়ে থাকে হিটলার ছিলেন পৃথিবী বিখ্যাত বক্তা। তিনি তার ভাষণে শ্রোতাদের মন্ত্রমুগ্ধের মতো নিমগ্ন করে রাখতেন। শুধু নিমগ্ন করে রাখাই নয়, তিনি তার দেশের মানুষ এবং সেনাবাহিনীকে অনুপ্রানীত ও উদ্যোগী করেছিলেন সারা পৃথিবীর নেতৃত্ব নিজের হাতে নিয়ে নিতে। হিটলারের বিভিন্ন ভাষণ থেকে বাছাই করা ১০টি উক্তি পাঠকদের জন্য-

 

১. একজন বড় মিথ্যাবাদী, একজন বড় জাদুকরও।

২. অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি।

৩. যে যুবক ভবিষ্যৎকে জয় করে, সে হয় একা।

৪. সন্ত্রাস, নাশকতা, হত্যা এবং বিস্ময়ের মধ্য দিয়ে শত্রুর মনোবল ভেঙে দাও, এটাই যুদ্ধের ভবিষ্যৎ।

৫. যে ব্যাক্তি আকাশকে সবুজ দেখে এবং জমিনকে আঁকে নীল রঙে তাকে নপংসুক করে দেয়া কর্তব্য।

৬. যদি কোন মিথ্যাকে তুমি বারবার এবং সাবলীলভাবে বলতে পারো তবেই তা বিশ্বাসযোগ্য হবে।

৭. একজন খ্রিস্টান হিসেবে প্রতারিত হওয়া আমার কর্তব্য নয়, কর্তব্য হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা।

৮. জার্মানি হবে পৃথিবীর সর্বশক্তিমান নয়তো কিছুই নয়।

৯. শক্তি প্রতিরোধে নয়, আক্রমণেই প্রকাশিত হয়। ১০. কে বলেছে আমি ঈশ্বরের দ্বারা সুরক্ষিত নই।

সূত্র: ব্রেইনি কোট

ভাললাগলে আমার সাইটে গুরে আশার দাওয়াত রইল সকলকে

One thought on "হিটলারের ১০ উক্তি"

Leave a Reply