আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে
আজকের টিউনটা শুরু করতে যাচ্ছি।দীর্ঘ ১ মাস
পরীক্ষার পর আপনাদের মাঝে উপস্থিত হলাম ।

তাই আজকে নতুন কিছু একটা দিয়ে শুরু করতে
যাচ্ছি ।আজকে আপনাদের একদম নতুন পদ্ধ
তিতে এন্ড্রুয়েড মোবাইল রুট করা শেখাব ।

তো কাজ শুরু করা যাক……..

আপনার অ্যান্ড্রয়েডটি Root করতে গিয়ে মাথার
চুল উঠে যাচ্ছে তো…. ?

আর নয় রুটিং নিয়ে দৌড়াদৌড়ি ।
এখন থেকে এক ক্লিকেই রুট করুন
আপনার স্যামসাং , সনি বা অন্য
যেকোন এন্ড্রয়েড চালিত স্মার্টফোন !
এই নিয়মে রূট করার জন্য বুটলোডার
আনলকের কোন প্রয়োজন নেই। নেই
আপনার প্রিয় ফোনটি ব্রিক হওয়ার
ঝামেলাও একেবারে নেই ।

বিখ্যাত ডেভেলপার George Hotz ( Geohot
নামে অধিক পরিচিত ) এই অভিনব নিয়মটি

উদ্ভাবন করেন ,।যার নাম দেয়া হয় TowelRoot !

কোন কম্পিউটারের হেল্প ছাড়াই
শুধু ফোন থেকেই এই রুটিং সম্ভব !
৩ জুন, ২০১৪ এর আগের তথা এন্ড্রয়েড
৪.৪.২ এর পূর্বের যেকোন ভার্সনের
জন্য এই পদ্ধতিটি কার্যকর হবে।

পদ্ধতিঃ
=====

এই পদ্ধতিতে রুট করতে নিচের
দেখানো নিয়মগুলো ধাপে ধাপ
ফলো করুনঃ-

১। আপনার ফোনের সেটিং এ যান।
সেখান থেকে সিকিউরিটি সেটিং-
এ যান। সেখানে ‘Unknown
Sources’ অপশনটি আনচেক
থাকলে চেক করুন।

২। তারপর ফোনের ব্রাউজারে গিয়ে এই লিঙ্কে
যান।ওখানে একটি পেজ ওপেন হবে।

৩। λ চিহ্নিত ( চিত্রে দেখানো ) স্থানে ক্লিক
করুন। তাহলে tr.apk নামে একটি অ্যাপ
ডাউনলোড হবে।

৪। নোটিফিকেশন বার থেকে অ্যাপটি ইন্সটল করুন।

৫। অ্যাপটি ওপেন করে “make it rain” বাটনে

ক্লিক করুন। ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।

৬। কনগ্রাচুলেশন ! আপনার ফোনটি এখন রুটেড!

৮। সিকিউরিটির জন্য নিচের লিংক থেকে
থেকে SuperSu টাইপের কোন অ্যাপ
ডাউনলোড করে নিন।

Click Here To Download Now

এটা HTC ও Motorola এবং কিছু Samsung ফোনে
এই পদ্ধতি কাজ করবে না ! অন্য সকল মোবাইলে
কাজ করবে আশাকরি।

==================================

সৌজন্যেঃ-AmarTrick.Com


==================================

6 thoughts on "এখন থেকে এন্ড্রয়েড ফোন রুট করুন এক ক্লিকেই এটা একদম নতুন পদ্ধতি হয়ত কাজে লাগতে পারে।"

  1. mdatikulislam Contributor says:
    Root korle ki sobida
  2. MaxTan GanG Contributor says:
    ভাই স্যামসাং কোর প্রাইম রুট করা যাবে
  3. MaxTan GanG Contributor says:
    ভাই স্যামসাং কোর প্রাইম রুট
    করা যাবে কোন এপ দিয়া কেও হেল্প মি।।
  4. Sahin Alom Author says:
    The phone is not currently stopped are likha as these.Ami kiva be root korbo pls help me.primor3.
  5. Masuk ahmed Contributor says:
    samsung j2 lollipop virsion kivabe root korbo plz help
  6. AKTARUL ISLAM Contributor says:
    unfortunately, system ui has stopped
    এই সমস্যা সমাধানের উপায আছে কী

Leave a Reply